এবার ঘুরে দাঁড়ালেন লঙ্কান বোলাররা

মিডল অর্ডারে ব্র্যান্ডন টেইলর ছাড়া বাকি সবার ব্যর্থতায় জিম্বাবুয়ে গুটিয়ে গেছে মাত্র ১৯৮ রানে ।
ত্রিদেশীয় সিরিজ ২০১৮ -তে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ম্যাচ
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করে ব্র্যান্ডন টেইলর। ছবি: ফিরোজ আহমেদ

ম্যাচ জিতলেই ফাইনালে জিম্বাবুয়ে, ওদিকে হারলেই বিদায় শ্রীলঙ্কার। দুদলের বিপরীতমুখী সমীকরণের দিনে শুরুতে চাঙ্গাই ছিল জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার এনে দিয়েছিলেন ভালো শুরু। কিন্তু আগের দুই ম্যাচে বেদম পিটুনি খাওয়া শ্রীলঙ্কান বোলাররা এই ম্যাচে দেখালেন ঝাঁজ।  মিডল অর্ডারে ব্র্যান্ডন টেইলর ছাড়া বাকি সবার ব্যর্থতায় জিম্বাবুয়ে গুটিয়ে গেছে মাত্র ১৯৮ রানে। 

৪৪ রানে মাসাকাদজার বিদায়ের পরই মড়ক লাগে জিম্বাবুয়ের ইনিংসে। এই ম্যাচেও রান পাননি ওয়ানডাউনে নামা ক্রেইগ আরভিন। আউট হয়েছেন ২ রান করে। আগের ম্যাচের হিরো সিকান্দার রাজার ব্যাটও হাসেনি। জিম্বাবুয়ের টপ অর্ডারের মূল হন্তারক ছিলেন থিসেরা পেরেরা। বুদ্ধিদীপ্ত বোলিং করে উইকেট তুলেছেন এই ম্যাচে দলে ফেরা লাকসান সান্দাকান। 

৭৩ রানে চার উইকেট খুয়ানো জিম্বায়ের রানটা একটু ভদ্রস্থ হতে পেরেছেন টেইলরের দৃঢ়তায়। ৮০ বলে ৫৮ রান করে পেরেরার বলেই ছক্কা পেটাতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনে। শেষ দিকে অধিনায়ক গ্রায়েম ক্রেমার ৩৪ করলে দুশোর কাছাকাছি যেতে পারে জিম্বাবুয়ে। 

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে  ১৯৮/১০   (টেইলর ৫৮, ক্রেমার ৩৪, ; পেরেরা ৪/৩৩,   লাকমাল ২/৫৭) 

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

2h ago