উইকেটের ভাষা পড়ে বোনাস পয়েন্টের চিন্তা বাদ দেয় শ্রীলঙ্কা
ফাইনালে উঠার সমীকরণে ম্যাচ জিততেই হতো শ্রীলঙ্কাকে। বোনাস পয়েন্ট নিয়ে জিতলে আরেকটু নিরাপদে থাকতে পারত তারা। শুরুতে বোনাস পয়েন্টের কথা ভেবে খেললেও উইকেটের উঁচু-নিচু বাউন্স দেখে চিন্তায় আনতে হয় বদল। ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্দিমাল জানান ব্যাটিংয়ের পরিকল্পনা বদলেছেন তারা।
দুই ম্যাচ বাকি থাকতেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের প্রতিপক্ষ হতে লড়াই দুই সফরকারীর মধ্যে। প্রথম দেখায় জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিলেও আজ অনায়াসে জিতেছে শ্রীলঙ্কা। কঠিন উইকেটে তরী ভেড়াতে পেরে খুশি চান্দিমাল,
‘ব্যাট করার জন্য এটা কঠিন উইকেট ছিল। এখানে বিভিন্ন রকমের বাউন্স দেখেছি। কিন্তু বোলারদের কৃতিত্ব দিতেই হবে। তারাই কাজটা করে দিয়েছে। কুশল পেরেরা আর কুশল মেন্ডিস ভাল জুটি গড়েছে। ব্যাটে-বলে দারুণ ছিল থিসিরা।’
জিম্বাবুয়ের করা ১৯৮ রান পেরুতে একটা সময় ২ উইকেটে একশ রানে পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা। পরে ব্লেসিং মুজারব্বানি দ্রুত তুলে নেন তিন উইকেট। ক্রিজে গিয়ে ধীরস্থির গতিতে খেলে জিম্বাবুয়েকে আর বাড়তে দেননি চান্দিমাল। পরে ঝড় তুলে খেলা শেষ করেন থিসিরা। তবে এরমাঝে বোনাস পয়েন্ট তোলার সুযোগ হারায় শ্রীলঙ্কা। এর ব্যাখ্যা দিলেন চান্দিমাল, ‘ব্যাট করতে যাওয়ার আগে চিন্তা ছিল বোনাস পয়েন্ট নেওয়ার। ৪০ ওভারেই খেলা শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু ২৫ ওভার পর আমরা পরিকল্পনা বদলে নেই। কারণ উইকেট ব্যাট করার জন্য কঠিন ছিল। আগে জেতাটাই নিশ্চিত করতে চেয়েছি।’
টুর্নামেন্টে শ্রীলঙ্কার প্রধান কাণ্ডারি থিসিরা পেরারা। এই অলরাউন্ডার প্রতি ম্যাচেই অবদান রাখছেন। জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে ৩৩ রানে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ছিলেন ৩৯ রানে। সিনিয়র খেলোয়াড়দের অভাবের দিনে থিসিরার এগিয়ে আসায় খুশি চান্দিমাল, ‘সে অভিজ্ঞ খেলোয়াড়। সব জায়গায় সে খেলে। পারফর্ম করে ব্যাটে-বলে। অনেক সিনিয়র খেলোয়াড় আমাদের দলে নেই, এই সময়ে তার এগিয়ে আসায় আমি খুব খুশি। ’
Comments