সিলেটে আবাসিক হোটেলে দুই লাশ
সিলেটের সোবহানিঘাট এলাকায় গতরাতে একটি আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃতরা হলেন—মিন্টু দেব (২৬) ও রাখি পাল (২৫)। এর মধ্যে মিন্টুর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ও রাখির বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। গতকাল বিকালে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা মেহেরপুর হোটেলে ওঠেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাওসুল আলম দ্য ডেইলি স্টারের সিলেট প্রতিনিধিকে জানান, হোটেল মেহেরপুরের ২০৬ নম্বর কক্ষে লাশ দুটি পাওয়া যায়। এর মধ্যে রাখির লাশ বিছানায় পড়ে ছিল আর মিন্টুর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য লাশদুটি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই হোটেল কক্ষে পুলিশ একটি চিরকুট পেয়েছে বলেও জানান ওসি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, প্রাথমিকভাবে তাদের ধারণা মিন্টু রাখিকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।
Comments