সাকিবের সঙ্গে লড়াইটা জমাতে চান তামিম

প্রায় এক সঙ্গে ক্যারিয়ার শুরু করা সাকিব-তামিম হাঁটছেন একসঙ্গেই। ব্যাটিংয়ে বাংলাদেশের সব বড় রেকর্ডের শুরুতে নাম আছে তাদের। ক্যারিয়ার শেষে কে থাকবেন দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক, তা নিয়ে আছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় লাভ আছে দলেরও
সাকিব-তামিম
শ্রীলঙ্কার বিপক্ষে ৯৯ রানের জুটির পথে সাকিব-তামিম। ছবি: ফিরোজ আহমেদ

আগের ম্যাচেই তিন ফরম্যাটে ১০ হাজার রান পুরো করেছেন সাকিব আল হাসান। ওই ম্যাচে তামিম স্পর্শ করেছেন ১১ হাজার রানের মাইলফলক। সাকিব বলেছিলেন নিজেদের মধ্যে মধুর লড়াইয়ে লাভ দলের। ওয়ানডে সাকিবের তিনে ব্যাট করায় এবার নিজেদের মধ্যে আরও জমজমাট প্রতিযোগিতা দেখছেন তামিমও।

প্রায় এক সঙ্গে ক্যারিয়ার শুরু করা সাকিব-তামিম হাঁটছেন একসঙ্গেই। ব্যাটিংয়ে বাংলাদেশের সব বড় রেকর্ডের শুরুতে নাম আছে তাদের। ক্যারিয়ার শেষে কে থাকবেন দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক, তা নিয়ে আছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় লাভ আছে দলেরও,

‘ভালো হবে যদি প্রতিযোগিতা জমে। আমার কাছে মনে হয় যে দলের মধ্যে যদি স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকে। এটা সব সময়ই ভাল। আমি যদি কাউকে হারাতে চাই, ইনফ্যাক্ট ও যদি আমাকে হারাতে চায়। এটা সব সময় ভাল।’

ওয়ানডে এর আগে পাঁচে ব্যাট করতেন সাকিব। এই সিরিজের আগে তিন নম্বরে ব্যাট করেছেন আর কেবল দুবার। এবার তিন নম্বর পজিশন পেয়েছেন। সাফল্য পেলে এখানেই হবেন থিতু। সাকিবের উপরে উঠে আসায় নিজের রান করার আরও তাগিদ দেখছেন তামিম, 

‘সাকিব তিনে ব্যাট করায় অনেক বেশি ওভার ব্যাট করতে পারবে। এইজন্য আমাকেও মনে রাখতে হবে যে আমাকে পারফর্ম করতে হবে উপরে থাকতে হলে।’

‘কেবল সাকিব না , মুশফিকও আছে। সেও অনেক রান করে ফেলেছে। ২০১৭ সালে দারুণ বছর গেছে ওর। স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকলে ব্যাটিং সাইড  বলেন বা বোলিং। এটা দলের জন্য ভাল।’

তিন নম্বরে সাকিবের নতুন শুরুটা মন্দ হয়নি। প্রথম ম্যাচে মাঝারি রান করলেও দ্বিতীয় ম্যাচেই পেয়েছেন ফিফটি। তামিমের মতে স্মার্ট ক্রিকেটার সাকিব মানিয়ে নেওয়ার সামর্থ্য রাখেন এখানে, ‘দেখেন সাকিব যখন নরমালি চার বা পাঁচে আসত। অনেক সময় এমন হত যে বাংলাদেশে ৪০ রানে ৩ উইকেট নাই। এমনও হত যে ৩ উইকেটে ২০০। কিন্তু যখন তিনে ব্যাট করবে তখন সেটা অনেক গুরুত্বপূর্ণ। এমনকি ইনিংসে দ্বিতীয় বলেই আপনাকে খেলতে হতে পারে। আবার এমনও হইতে পারে আপনি ২৫ ওভার পর নামছেন। আমার কাছে মনে হয় সে খুব স্মার্ট ক্রিকেটার। সে এই পজিশনে এখনি পারফেক্ট কিনা এটা বলার জন্য এটা খুব আর্লি। আমি যেটা বলতে পারে সে সামর্থ্য রাখে। সে জানে কি করতে হবে।’

Comments