আলাস্কায় ৮.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আলাস্কা উপসাগরে আজ (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় ৮.২ মাত্রার ভূমিকম্পের ফলে আলাস্কা এবং কানাডার কয়েকটি অংশে সুনামি সতর্কতা এবং যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূলসহ হাওয়াই দ্বীপ পর্যন্ত সুনামি নজরদারি জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, আলাস্কার চিনিয়াকের ২৫৬ কিমি দক্ষিণ-পূর্বে এবং ১০ কিমি গভীরে এই ভূমিকম্প সৃষ্টি হয়।
আলাস্কা এবং ব্রিটিশ কলম্বিয়ার জন্যে অ্যাঙ্কোরেজ অফিস অব ইমারজেন্সি ম্যানেজমেন্টের সতর্ক বার্তায় বলা হয়েছে, “যদি কেউ উপকূল এলাকায় থেকে থাকেন তাহলে মূল ভূমিতে এসে উঁচু এলাকায় চলে আসুন। সুনামি সতর্কতা মানে বেশ ভালো উচ্চতায় সুনামির সম্ভাবনা রয়েছে অথবা সুনামি ইতোমধ্যে শুরু হয়ে গেছে।”
এদিকে, দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, “সম্ভাব্য সব তথ্য বিশ্লেষণ করে বলা যেতে পারে এ ধরনের ভূমিকম্প থেকে সুনামি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, যা খুবই বিধ্বংসী রূপে উপকূলে আঘাত হানতে পারে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে উপকূল যত দূরেই থাকুক না কেনো।”
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে, তবে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।
Comments