সেই বিশেষ মহল কে বা কারা, আমি জানতে চাই: শাকিব খান
প্রায় ৪৫ দিন পর দেশে এসেছিলেন শাকিব খান। এসেই কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। তাঁর দেশে ফেরার আগেই কয়েকটি গণমাধ্যমে খবর বের হয়, বিশেষ মহলের চাপে দেশে এসেছেন তিনি। বিষয়টি নিয়ে শাকিব কথা বলেন দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে।
শাকিব বলেন, “আমার নিজের দেশে ফিরেছি। কিন্তু, আমার ফেরার আগে কেন খবর রটানো হয়েছে যে বিশেষ মহলের চাপে আমি দেশে ফিরেছি। আমি জানতে চাই, সেই বিশেষ মহল কে বা কারা? কিসের চাপে আমি দেশে ফিরলাম?”
“আমি এ দেশের নাগরিক। আমার দেশে ফিরতে কি কারও অনুমতি লাগবে? নাকি আমি কোথাও পালিয়ে গেছি যে, কারও চাপে আমাকে দেশে ফিরতে হবে? যারা এমন লিখেছেন তাদের কাছে সেই বিশেষ মহলের নাম প্রকাশ করতে বলছি,” যোগ করেন ঢালিউডের এই শীর্ষ অভিনেতা।
শাকিবের মন্তব্য, “বেশ কিছুদিন শুটিংয়ের কারণে দেশের বাইরে থেকেছি। আমার ছেলে জয়ের জন্য মনটা খারাপ ছিলো। ওকে দেখতেই দেশে এসেছি। এটি নিয়েও কেন জল ঘোলা করা হচ্ছে বুঝছিনা।”
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ঢাকায় এসে শাকিব খান আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবির শুটিংয়ে অংশ নিতে আজ (২৩ জানুয়ারি) অস্ট্রেলিয়ায় উড়াল দেন।
Comments