বিনোদনের খোরাক জুগিয়েছে রুবেলের ছক্কা, তামিম বললেন…

Rubel Hossain-01.jpg
কাইল জার্ভিসকে ছক্কা মারার সময় রুবেল। ছবি: ফিরোজ আহমেদ

ইনিংসের তখন অন্তিম ওভার। ৯ উইকেট খুইয়ে বসা বাংলাদেশের রান বাড়ানোর দায়িত্ব টেল এন্ডারদের কাঁধে। তারা টানছিলেনও বেশ। কাইল জার্ভিসের করা দ্বিতীয় বলটা ওভারপিচড পেয়ে রুবেল চালালেন সোজা ব্যাটে। কয়েক মুহূর্ত  ব্যাট তাক করাই থাকল তার। দর্শকরা পেলেন আনন্দ। অমন শট খেলতে পেরে তখন গর্বিত ভঙ্গি রুবেলের। এই শটের আলাপ উঠল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও।

সংবাদ সম্মেলনের একদম শেষ পর্যায়। ম্যাচ সেরা তামিম ইকবাল তখন সিরিয়াস সব প্রশ্নের জবাব দেয়া সারা। এক সাংবাদিক মজার ছলে জিজ্ঞেস করলেন, ‘বাগেরহাট লিগের ওপেনার রুবেলের ছক্কাটা কেমন ছিল?’

মজার উত্তর তামিমেরও,  ‘ছক্কার চেয়ে আমার ওর ফলো থ্রু বেশি ভাল্লাগছে। এই গল্প যে কয় বছর চলবে আমি এটাই বুঝতেছি না। (হাসি)।’

Rubel Hossain-05.jpg
ছক্কা মারার পর কয়েক মুহুর্ত ব্যাট উঁচিয়ে রাখেন রুবেল। ছবি: ফিরোজ আহমেদ
টেল এন্ডারদের সিরিয়াস প্রশংসাও ছিল তামিমের কণ্ঠে। ১৭০ রানে ৮ উইকেট খুইয়ে বসা দলকে ২১৬ পর্যন্ত নিয়ে গেছেন তারাই। সানজামুল ইসলামের ১৯, মোস্তাফিজুর রহমানের ১৮ আর রুবেলের এক ছক্কায় অপরাজিত ৮।

‘আর আজকে কিন্তু ৯,১০, ১১ নাম্বারের ব্যাটসম্যানরা মিলেই ৫০ (আসলে ৪৬ রান)  রান করেছে। তারাই আসলে আজকের ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। ’

 

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

1h ago