মিথিলার ‘মুখোমুখি’

Mithila
মিথিলা। ছবি: স্টার

জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে এবার দেখা যাবে ঢাকার একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে। প্রথমবারের মতো ‘মুখোমুখি’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন কলকাতার গৌরব চক্রবর্তী।

পার্থ সেনের নির্মাণে শর্টফিল্মটির গল্পে দেখা যাবে শুটিং করতে কলকাতায় এসে রাস্তা হারিয়ে ফেলেন মিথিলা। তখন একজন ফটোগ্রাফারের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি তাঁকে সহযোগিতা করেন। একসময় দুজনের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। সেই সম্পর্ক-সখ্যতা নিয়েই ‘মুখোমুখি’।

মিথিলা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই প্রথম শর্টফিল্মে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে। শুটিংয়ের জন্য প্রথমবার কলকাতা শহর কিছুটা দেখা হলো। আর ছবিটির গল্প এবং আমার চরিত্র বেশ মজার। এটি শিগগির ইউটিউবে প্রকাশ করা হবে।”

‘মুখোমুখি’ শর্টফিল্মের শুটিং হয়েছে কলকাতার নিউমার্কেট, সাউদার্ন অ্যাভিনিউ, গলফ গার্ডেনসহ বিভিন্ন জায়গায়।

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

34m ago