চান্দিমাল বুঝতে পারছেন না, উইকেট নিয়ে কেন এত জটিলতা!
কোন উইকেটে খেলা হবে, সাধারণত ম্যাচের আগের দিন জানিয়ে দেওয়া হয় দুদলকে। তবে শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল শোনালেন নতুন কথা। দুই, তিনটি উইকেট প্রস্তুত হতে দেখে কোন উইকেটে খেলা হবে তা নাকি বুঝে উঠতে পারছে না তারা।
বৃহস্পতিবার কোন অনুশীলন ছিল না বাংলাদেশ দলের। দুপুরে অনুশীলনে আসে শ্রীলঙ্কা দল। অনুশীলনে শুরুতেই উইকেট দেখতে গিয়েছিলেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক দিনেশ চান্দিমাল। ফিরে এসে প্রেসকনফারেন্সে বললেন, ‘প্রেসে আসার আগে আমি, কোচ ও ম্যানেজার মাঝমাঠে গিয়ে পিচ দেখেছি। দুই, তিনটি উইকেট প্রস্তুত করা হচ্ছে। জানি না কোনটিতে খেলা হবে। তারা কোন উইকেট দেবে সেজন্যই অপেক্ষা করছি। আমি বুঝতে পারছি না কেন তারা এতটা জটিল! যাই হোক যে উইকেটই দিক না কেন আমরা প্রস্তুত।’
বোনাস পয়েন্টসহ দুই ম্যাচ জিতেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচেও পেয়েছে বোনাস পয়েন্টের জয়। ফাইনালের আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে বাড়তি কোন চাপ নেই মাশরাফি মর্তুজাদের। কিন্তু ফাইনালে উঠতে হলে ম্যাচটা জেতা চাই শ্রীলঙ্কার। জিততে না পারলে হারের ব্যবধান যেন খুব বেশি না হয় করতে হচ্ছে সে হিসাবও। ফাইনালের হিসাব বাদ দিয়ে তাই এই ম্যাচের দিকেই সব ফোকাস লঙ্কানদের,
‘আমরা একটি করে খেলছি। কালকের প্রথম কাজটি হলো আমাদের খেলতে হবে। তারপরে আমরা পরেরটি নিয়ে ভাববো।’
দুদলের সাম্প্রতিক ফর্ম আর পরিস্থিতি এগিয়ে রাখছে বাংলাদেশকেই। চান্দিমালকে তাই শোনাতে হলো নিজেদের সামর্থ্যের কথা, ‘যে কোন দলের সঙ্গে আমরা জিততে পারি। একথা আমি আগেও বলেছি।’
Comments