কথাসাহিত্যিক শওকত আলী প্রয়াত
কথাসাহিত্যিক শওকত আলী আর নেই। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রদোষে প্রাকৃতজন-খ্যাত শওকত আলীর বয়স হয়েছিল ৮১ বছর।
শওকত আলীর ছেলে আসিফ শওকত কল্লোল বাংলা দৈনিক প্রথম আলোকে মৃত্যুর খবরটি জানিয়েছেন।
শওকত আলী ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। কর্মজীবনে লেখালেখির পাশাপাশি শিক্ষকতা ও সাংবাদিকতা করেছেন। ১৯৯০ সালে সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে।
শওকত আলীর জনপ্রিয় উপন্যাসের মধ্যে আছে প্রদোষে প্রাকৃতজন (১৯৮৪), অপেক্ষা (১৯৮৪), দক্ষিণায়নের দিন (১৯৮৫), কুলায় কালস্রোত (১৯৮৬), পূর্বরাত্রি পূর্বদিন (১৯৮৬), সম্বল (১৯৮৬), উত্তরের খেপ (১৯৯১), শেষ বিকেলের রোদ (২০০১) ইত্যাদি। ১৯৬৮ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।
Comments