মাত্র ৮২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

উড়তে থাকা বাংলাদেশকে মাত্র ৮২ রানে অল আউট করে দিয়েছে শ্রীলঙ্কা। একের পর এক বাজে শটে উইকেট ছুঁড়ে নিজেদের ইতিহাসের ১৬তম ওভারের মতো একশ রানের নিচে গুটিয়ে গেছে বাংলাদেশ।
মুশফিককে আউট করে শ্রীলঙ্কার উল্লাস। ছবি: ফিরোজ আহমেদ

উড়তে থাকা বাংলাদেশকে মাত্র ৮২ রানে অল আউট করে দিয়েছে শ্রীলঙ্কা। একের পর এক বাজে শটে উইকেট ছুঁড়ে নিজেদের ইতিহাসের ১৬তম বারের মতো একশ রানের নিচে গুটিয়ে গেছে বাংলাদেশ। ইনিংসের অর্ধেক পথও পেরুতে পারেনি টাইগাররা।  চরম ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরতে পারেননি কেউ। সর্বোচ্চ ২৬ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ১০ রান করেছেন সাব্বির রহমান। আর কেউ পারেননি দুই অঙ্কে যেতে। 

শ্রীলঙ্কার হয়ে সুরাঙ্গা লাকমাল সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পান চামারা, পেরেরা ও সান্দাকান। 

চাপে বাংলাদেশ

১৬ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টানতে পারেননি মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিম জুটি। আগের ম্যাচগুলোতেও রান না পাওয়া মাহমুদউল্লাহ ফিরেছেন মাত্র ৭ রান করে। তাকেও উপড়ে তৃতীয় উইকেট নিয়েছেন লাকমাল। লাকমালের বাউন্সার পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন তিনি। ব্যর্থ হয়েছেন সাব্বির রহমানও। মুশফিকের সঙ্গে ২৩ রানের জুটির পর বাজে শটে আউট হয়েছেন ১০ রান করে। ৫৭ রানে পাঁচ উইকেট খুইয়ে তাই চাপে পড়েছে বাংলাদেশ। 

শুরুতেই নেই ৩ উইকেট

টস জিতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সুরাঙ্গা লাকমালের বোলিং আর দানুশকা গুনাথিলেকার ক্ষিপ্র ফিল্ডিংয়ে ১৬ রানেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।এদিনও ব্যর্থ ওপেনার এনামুল হক বিজয়। শুরুতে ফিরেছেন তিনিই। লাকমালের অনেক বাইরের বল স্টাম্পে টেনে হয়েছেন বোল্ড। খানিকপর দানুশকা গুনাথিলেকার সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফেরেন সাকিব আল হাসান। আগের তিন ম্যাচেই ফিফটি পাওয়া তামিমকেও ফিরিয়েছেন লাকমাল। তবে তার বলে  পয়েন্টে লাফিয়ে দুর্দান্ত ক্যাচ নেন গুনাথিলেকা।  

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টানা চার ম্যাচেই টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা। শ্রীলঙ্কার বিপক্ষে এবারও টস জিতে ব্যাটিং নিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে কেবল ফিল্ডিং নিয়েছিলেন, বাকি তিন ম্যাচেই সিদ্ধান্ত থাকল আগে ব্যাট করার। 

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের রুটিন হয়ে গেছে জিম্বাবুয়ের বিপক্ষে দুই স্পিনার আর শ্রীলঙ্কার বিপক্ষে চার পেসার নামানোর। এবারও ব্যতিক্রম হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে দারুণ বল করেও এই ম্যাচে বাইরে থাকছেন সানজামুল ইসলাম। তার জায়গায় খেলছেন পেস অলরাউন্ডার আবুল হাসান রাজু। 

বাঁহাতি স্পিনে জিম্বাবুয়ের দুর্বলতা মাথায় রেখে ওদের বিপক্ষে দুই বাঁহাতি স্পিনার খেলিয়েছিল টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার টপ অর্ডারে আবার চার বাঁহাতি। তাই তাদের বিপক্ষে খেলানো হচ্ছে অতিরিক্ত পেসার। 

আবুল হাসান রাজু সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন সেই ২০১৫ সালে পাকিস্তান সিরিজে। ক্যারিয়ারে মোট ৬ ওয়ানডে খেললেও পাননি উইকেটের দেখা। তবে গত কিছুদিন ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে পারফর্ম করে যাচ্ছেন তিনি। বিপিএলে দারুণ সব স্লোয়ার বল করে নজর কেড়ে দলে এসেছিলেন। এবার একাদশেও পেলেন সুযোগ। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচের একাদশে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। এবার পেলেন না সুযোগ। 

পরিবর্তন এসেছে শ্রীলঙ্কা দলেও। চোটে পড়া কুশল পেরেরার জায়গায় খেলছেন দানুশকা গুনাথিলেকা। নুয়ান প্রদীপের জায়গায় ফিরেছেন দুশমন্ত চামিরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা, আবুল হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান। 

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলেকা, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, অ্যাশলে গুনারত্নে, কুশল মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমাল, দুশমন্ত চামিরা, নুয়ান প্রদীপ, থিসিরা পেরেরা, লাকসান সান্দাকান, 

Comments

The Daily Star  | English

Public won't tolerate interim govt staying for a long time: Fakhrul

Elected representatives should decide what reforms are necessary, says BNP secretary general

1h ago