তুষার-রাজ্জাককে জাতীয় দলের সম্মাননা

Tushar Imran_Razzak (4).jpg
সম্মাননা ট্রফি পাওয়া তুষার-রাজ্জাকদের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটাররা। ছবি: ফিরোজ আহমেদ

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ১০ হাজার রান করা তুষার ইমরান ও ৫০০ উইকেট নেওয়া আব্দুর রাজ্জাককে সম্মাননা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

বৃহস্পতিবার মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাশরাফি মর্তুজা-সাকিব আল হাসানরা।

৫০০ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের হাতে ৫০০ লেখা স্মারক ট্রফি তোলে দেন সাকিব আল হাসান। তুষারের হাতে ১০ হাজার লেখা স্মারক ট্রফি তোলে দেন মাশরাফি মর্তুজা।

এই দুজনের কীর্তির পর মাশরাফি বলেছিলেন, ‘‘ খেলোয়াড়দের কাছ থেকে যদি বলেন তারা অবশ্যই পাচ্ছে (সম্মান)। আমরা একটু আগে বাসে আসার সময়ও তাদের নিয়ে কথা বলছিলাম। তুষার ইমরান ১০ হাজার রান করেছে, রাজ্জাক ৫০০ উইকেট পেয়েছে। তাদের যে সম্মানটা মন থেকে দেওয়া দরকার খেলোয়াড়দের দিক থেকে দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে কথা বললেই আমার বিশ্বাস আপনারা এটা পরিষ্কার হবেন।’

দক্ষিণাঞ্চলের হয়ে বিসিএলের তৃতীয় রাউন্ড খেলতে দুজনেই ছিলেন রাজশাহীতে। আগের দিন ম্যাচ শেষ করে ঢাকায় ফেরেন তারা। ফিরেই জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের কাছ থেকে সম্মাননা পেলেন  দলের সাবেক এই দুই তারকা।  

 

Comments

The Daily Star  | English

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

1h ago