‘আপনারাই এনামুলকে এক্সপোজ করেছেন’
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে এই সিরিজ দিয়েই তিন বছর পর দলে ফিরেছেন এনামুল হক বিজয়। তবে ফেরাটা সুখকর হয়নি তার। চার ম্যাচে করতে পেরেছেন মোট ৫৫ রান। এনামুলকে নিয়ে উঠা প্রশ্ন অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করিয়ে দিলেন পারফর্ম্যান্স দিয়েই তার আলোয় আসার কথা।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১৩ বলে ১৯ করে আউট হয়েছিলেন এনামুল। শ্রীলঙ্কার বিপক্ষে দুবার জীবন পেয়েও করেন ৩৫ রান। শেষ দুই ম্যাচে আউট হয়েছে ১ ও ০ রানে। ধারাবাহিক ব্যর্থতার পর এই ওপেনার কি সুযোগ পাবেন ফাইনালে। অধিনায়কের মত, ‘আসলে নিশ্চিত না। এখনো তো কেবল খেলাটা শেষ করে আসলাম। এটা নিয়ে ভাবার বিষয় আছে।’
প্রথম শ্রেণিতে বড় বড় ইনিংস খেলে শিরোনাম হয়েছিলেন এনামুল। টুকটাক রান পেয়েছিলেন বিপিএলেও। ফর্ম হারানো সৌম্য সরকারের জায়গায় কেন তাকে দলে নেওয়া হবে না, উঠেছিল এমন প্রশ্ন। ত্রিদেশীয় সিরিজে শেষ পর্যন্ত দলে আসেন তিনি। তার কাছ থেকে অধিনায়কের ইতিবাচক ক্রিকেট। এনামুলের ব্যর্থতার প্রশ্ন গণমাধ্যমেরই তাকে তোলে ধরা মনে করিয়ে দিলেন অধিনায়ক, ‘বিজয়কে নিয়ে তো অনেক কথা হয়েছে, সে ঘরোয়া সব পর্যায়ে রান করেছে, বিপিএল বলেন, ফার্স্ট ক্লাস বলেন। আপনারাই তাকে এক্সপোজ করেছেন। তার উপর পূর্ণ আস্থা ছিল। তাকে নিয়মিত খেলিয়ে যাচ্ছি। সে যতক্ষণ আছে অবশ্যই আমরা তাকে ব্যাকআপ করছি।’
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ফারাকটাও মনে করিয়ে দিতে ভুলেননি মাশরাফি, ‘কঠিন সময় যেতে পারে। এমন না যে ফার্স্ট ক্লাসে রান করে এসেই আপনি আন্তর্জাতিক ম্যাচে রান করবেন। আমাদের ফার্স্ট ক্লাসের সঙ্গে একটা গ্যাপ অবশ্যই আছে।’
Comments