পিস্তলটি পাওয়া গেলো ফুলের টবে
ভিডিওটি প্রথম আলো থেকে নেওয়া
নারায়ণগঞ্জের বহুল আলোচিত অস্ত্রধারী নিয়াজুল ইসলামের খোয়া যাওয়া সেই পিস্তলটি পাওয়া গেলো ফুলের টবে। যে পিস্তল উঁচিয়ে নিয়াজুল জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন আজ (২৬ জানুয়ারি) ভোরে সেটি উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুর রাজ্জাক আমাদের স্থানীয় সংবাদদাতাকে জানান, চাষাড়ায় বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সেন্ট পল গির্জার সামনে ফুলের টবের পাশে ১০ রাউন্ড গুলিসহ পিস্তলটিকে আজ ভোর ২টার দিকে উদ্ধার করা হয়।
দশ দিন আগে মেয়র সেলিনা হায়াৎ আইভি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে লাইসেন্স করা সেই পিস্তলটি হারিয়ে গিয়েছিলো বলে দাবি করা হয়। শামীম ওসমানের সমর্থক হিসেবে পরিচিত নিয়াজুল গত ১৬ জানুয়ারি জনসম্মুখে সেই পিস্তল উঁচিয়ে আস্ফালন দেখিয়েছিলেন।
এর একদিন পর নিয়াজুলের ভাই রিপন খান থানায় সাধারণ ডাইরিতে পিস্তলটি হারিয়ে যায় বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে মেয়র ও সাংসদের মত-বিরোধ সংঘাতের রূপ নেয়। খবরে প্রকাশ, সে ঘটনায় চাষাড়ায় শামীম ওসমানের সমর্থকদের হামলায় মেয়র আইভিসহ অন্তত ৫০জন আহত হন।
Comments