‘হারটা আমাদের কাছে ইতিবাচক হিসেবে এসেছে’
টুর্নামেন্টে উড়তে থাকা বাংলাদেশ হঠাৎ করেই ধপাস করে মাটিতে। ৮২ রানে অলআউট হয়ে বিব্রতকর হার। ফাইনালের আগে এমন হারেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন মাশরাফি মর্তুজা।
টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচেই বিশাল সব জয় বাংলাদেশের। লঙ্কানদের বিপক্ষে প্রথম দেখাতেও ওদের ১৬৩ রানে উড়িয়ে দিয়েছিল। ৮২ রানে গুঁড়িয়ে যাওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই নামতে হচ্ছে আরেক ম্যাচে। সেই ম্যাচ আবার ফাইনাল। অধিনায়ক মনে করছেন পা হড়কানোয় এখন সবাই থাকবে চিন্তায়, হবে সতর্ক আর তাতেই মিলবে ফল, ‘ফাইনালের আগে হারায় ওইদিক থেকে সমতায় এসেছে। সবাই মাঠে আরেকটু চিন্তায় থাকতে পারে মাঠে। এটাকে আমি ভালোভাবে দেখি কারণ এতে সবাই আরও সতর্ক থাকবে।’
সব ম্যাচ জিতলে দল থাকত আরও নির্ভার। সেই নির্ভার থাকাতে নেতিবাচক দিক দেখছেন মাশরাফি, ‘মানুষ সব সময় চায় না যে নির্ভার থাকতে। নির্ভার থাকা কিন্তু অনেক সময় পারফর্ম করতে অসুবিধাও করে। চিন্তায় থাকা অনেক সময় কাজে দেয়। এই দিক থেকে কালকের হারটা আমাদের কাছে ইতিবাচক হিসেবে এসেছে।’
প্রতিপক্ষের সাম্প্রতিক ফর্ম আর ঘরের মাঠের অবস্থা বিবেচনায় সব ম্যাচেই ফেভারিট ছিল বাংলাদেশ। এক ম্যাচে পা হড়কানো নিয়ে খুব বেশি আলাপ চান না বাংলাদেশ অধিনায়ক,
‘জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার বিপক্ষে সবাই প্রত্যাশা করছিল যে আমরা সব ম্যাচই জিতব। আমি বলে আসছিলাম ধারাবাহিকভাবে চার-পাঁচটা ম্যাচ ধরে রাখা আসলে এরকম টুর্নামেন্টে যেকোন দলেরই আপস-ডাউন থাকতে পারে। কালকে একটা বাজে দিন গিয়েছি, আমি চাই না যে এটা নিয়ে দলে খুব বেশি আলোচনা হোক।’
Comments