ফাইনালে তামিমের সঙ্গী কে?
ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন ইমরুল কায়েস। ম্যাচ না খেলেই পরের দুই ম্যাচের দল থেকে বাদ পড়েন তিনি। এই ফাঁকে বিসিএলে গিয়ে করে ফেলেছেন সেঞ্চুরি। ওদিকে চার ম্যাচই সুযোগ পাওয়া এনামুল হক বিজয় করে দেখাতে পারেননি কিছু। ফাইনালে কি তবে তামিমের সঙ্গী পরিবর্তন হচ্ছে?
চার ম্যাচে সুযোগ পাওয়া এনামুল করেছেন ১৯,৩৫, ১ ও ০ রান। ওপেনিং জুটি থেকে পাওয়া যায়নি ভালো শুরু। ফাইনালে এই জায়গায় বদল আসার জোর সম্ভাবনা আছে। ইমরুলকে স্কোয়াডে ফেরানো কি সেকারণেই। অধিনায়ক মাশরাফি মর্তুজার জানালেন এখনো এই পজিশন নিয়ে চিন্তা ভাবনার মধ্যে আছেন তারা, ‘ইমরুল আসছে তার মানে এই না ও খেলবে। এটা নিয়ে অবশ্য এখনো আলোচনা হয়নি। হয়তো বা চিন্তা করছি, এখনো ওপেনিংয়ে কে ভালো করতে পারে তামিমের সাথে। সেটা নিয়ে অবশ্যই আলোচনা আছে।’
তিন বছর পর দলে ফেরা এনামুলকে সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে খেলতে বলেছিলেন মাশরাফি। এনামুলের কাছ থেকে দলের চাওয়া ছিল ইতিবাচক ক্রিকেট। এখনো প্রত্যাশা পূরণের কাছে যেতে পারেননি তিনি। তবে তাকে এখনি বাতিল করছেন না অধিনায়ক, সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন অন্য বিকল্পের কথাও, ‘বিজয় চারটা ম্যাচ খেলেছে। তবে এটা ঠিক, ও নিজের জন্য যে প্রত্যাশা নিয়ে খেলতে চেয়েছিল, সেও কিছুটা হতাশ। সেও আরও বেশি অবদান রাখতে চেয়েছিল। তবে ওকে বাদ দিয়ে আমরা চিন্তা করছি ব্যাপারটা তা না। ইমরুল এসেছে, মিঠুন আছে। দেখা যাক, এখনো আলোচনা হয়নি। তবে বার্তাটা এরকম না, ইমরুল আসা মানে ইমরুলই খেলবে।’
Comments