শিরোনাম থেকে সবখানেই চমক রয়েছে: আসিফ
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গান ‘ফুঁ’ গত ২৫ জানুয়ারি রাতে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গানটি লিখেছেন এবং সুর করেছেন মারজুক রাসেল।
প্রকাশের পর গানটি বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। গানটির ভিডিওটি মাত্র চারদিনে ছয় লাখ ৮০ হাজার ভিউয়ার্স ছাড়িয়ে গেছে।
ডিএমএস-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটিতে একেবারে নতুন লুকে দেখা যাচ্ছে আসিফ আকবরকে। সৈকত নাসির পরিচালিত মিউজিক ভিডিওটিতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন সিনি স্নিগ্ধা।
আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনেক দিন পর মারজুক রাসেলের সঙ্গে গান কাজ করলাম। তাঁর লেখা মানেই ভিন্ন কিছু। গানের শিরোনাম থেকে শুরু করে সবখানেই চমক রয়েছে। গানটির ভিডিও দেখলেই তা বোঝা যায়।”
গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে সাড়া দেখে ভালো লাগছে, যোগ করেন আসিফ।
Comments