বইমেলা নিয়ে গান

একুশে বইমেলা নিয়ে নতুন গান প্রকাশ করা হচ্ছে। দেবলীনা সুর ও ভারতের রণজয় ভট্টাচার্যের গাওয়া গানটি ‘গানওয়ালা’র ব্যানারে প্রকাশিত হবে।
Gaanwala

একুশে বইমেলা নিয়ে নতুন গান প্রকাশ করা হচ্ছে। দেবলীনা সুর ও ভারতের রণজয় ভট্টাচার্যের গাওয়া গানটি ‘গানওয়ালা’র ব্যানারে প্রকাশিত হবে।

গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি রণজয় ভট্টাচার্য এর সুর ও সংগীতায়োজনও করেছেন।

সুমন সাহা’র লিখায়, গানের কথাগুলো হচ্ছে- “আবার এলো ঐ প্রাণের মেলা, তোমার আমার ভালোবাসার মেলা, নতুন পুরানো সব বই এর মেলা, প্রাণের মেলা, একুশে বই মেলা।”

গানটি চলতি সপ্তাহে ‘গানওয়ালা’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। কথা, সুর-সংগীত ও গায়কী- সব মিলিয়ে গানটি মানুষের মনে বইমেলা নিয়ে একটি আবেগের জায়গা তৈরি করবে বলে আশা করা হয়েছে গানওয়ালা’র পক্ষ থেকে। গানটি সকল গণমাধ্যম ও সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

8h ago