ধর্মঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে তালা

​ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের শাস্তির দাবিতে গড়ে ওঠা আন্দোলনে গত ২৩ জানুয়ারি উপাচার্যকে ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোট। ধর্মঘটে ঢাবির কলা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
ধর্মঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে তালা
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ডাকা ধর্মঘটে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় প্রগতিশীল ছাত্রজোট। ছবি: স্টার/ আশিক আব্দুল্লাহ অপু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের শাস্তির দাবিতে গড়ে ওঠা আন্দোলনে গত ২৩ জানুয়ারি উপাচার্যকে ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোট। ধর্মঘটে ঢাবির কলা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

দ্য ডেইলি স্টারের ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ৭০-৮০ জন সকাল ৮টার দিকে কলাভবনের সামনে সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটে সংহতি জানান।

রাজধানীর বাইরে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটে ছাত্রলীগের বাধা ও হামলার খবর পাওয়া গেছে। সিলেটের মুরারিচাঁদ কলেজে (এমসি) ধর্মঘটী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় ৮ জন আহত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ধর্মঘটীদের ওপর হামলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের শাস্তি, প্রক্টরের অফিসে ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসূচি চলাকালে গত ২৩ জানুয়ারি হামলা করে উপাচার্যকে “উদ্ধার” করে ছাত্রলীগ। হামলায় প্রায় ৫০ জন শিক্ষার্থী ও দুজন সাংবাদিক আহত হন। আন্দোলনে হামলার সময় ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে।

এসব ঘটনার পর ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সমমনা কয়েকটি ছাত্র সংগঠনকে নিয়ে আন্দোলনে নামে ছাত্রলীগ। আন্দোলনকারীদের ‘বাম সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তারা ‘ভিসি লাঞ্ছিতকারী’দের শাস্তি চেয়েছে।

ঢাবিতে হামলার প্রতিবাদে ২৪ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের দুই দফা হামলায় সেদিন অন্তত ১৫ জন আহত হন।

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

1h ago