‘আমরা সবাই শূন্য থেকে শুরু করব’
সাকিব আল হাসান নেই। প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশের উইকেট, দল সবই চেনা। শুরুতেই কিছুটা কি এগিয়ে থাকবে শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল ও কোচ হাথুরুসিংহে অবশ্য সে পথে হাঁটলেন না।
ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ হারার পরও চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। মনস্তাত্ত্বিকভাবে নিজেদের এগিয়ে রাখতে চাইলেন না চণ্ডিকা হাথুরুসিংহে,‘আমরা সবাই শূন্য থেকে শুরু করব। যারা আগে ভালো শুরু করবে তারা মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকবে। আমার মনে হয় দুদলই শেষ কিছু দিন ভালো ক্রিকেট খেলছে।’
নিজেদের এগিয়ে না রাখলেও অধিনায়ক দিনেশ চান্দিমাল অবশ্য খুঁজে পাচ্ছেন চাঙ্গা হওয়ার রসদ, ‘প্রথম দুই ম্যাচ হারার পর টুর্নামেন্ট জেতা দারুণ কিছু। এটা অবশ্যই মানসিকভাবে চাঙা করে। তবে এটা একটা নতুন ফরম্যাট। আমাদের অভিজ্ঞ বোলার রঙ্গনা হেরাথ আর দিলরুয়ান পেরেরা আছে। আশা করছি দারুণ একটি সিরিজ হবে।’
ভারতে সর্বশেষ টেস্ট সিরিজে শ্রীলঙ্কার পারফর্ম্যান্স ছিল নজরকাড়া। তিন টেস্ট সিরিজে দুটিতে ড্র করতে পেরেছিল, হেরেছিল এক ম্যাচ। ভারতের মাঠে গিয়ে দৃঢ়তা দেখানো দলটি ধারাবাহিকতা রাখতে চায় বাংলাদেশেও,
‘দ্বিতীয় টেস্ট ছাড়া দারুণ সিরিজ ছিল ভারতে। সবাই অসাধারণ খেলেছে, লড়াই করেছে। শেষ কিছু দিন বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’
বাংলাদেশ না শ্রীলঙ্কা? কে ফেভারিট এমন প্রশ্নে কূটনৈতিক জবাব চান্দিমালের, ‘এটা আমরা জানি না। আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে এসেছি। দল হিসেবে ভালো শুরু করতে চাই।’
Comments