ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত সৌমিত্র চট্টোপাধ্যায়

ফ্রান্সের সবোর্চ্চ বেসামরিক সম্মাননা ‘লিজঁয় দ্য নর’ গ্রহণ করেছেন বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার নিউটাউন এলাকার একটি অভিজাত হোটেলে ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত আলেক জেন্দ্রে জিগেল আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দিয়েছেন প্রাপকের হাতে।
ফ্রান্সের সবোর্চ্চ বেসামরিক সম্মান 'লিজঁয় দ্য নর' গ্রহণ করার পর ভরতে দেশটির রাষ্ট্রদূত আলেক জেন্দ্রে জিগেলের সঙ্গে ফটো সেশনে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবি: স্টার

ফ্রান্সের সবোর্চ্চ বেসামরিক সম্মাননা “লিজঁয় দ্য নর” গ্রহণ করেছেন বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার নিউটাউন এলাকার একটি অভিজাত হোটেলে ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত আলেক জেন্দ্রে জিগেল আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দিয়েছেন প্রাপকের হাতে।

সম্মাননা পেয়ে আবেগ সিক্ত হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বললেন, ফ্রান্সের সঙ্গে বহু বছরের সম্পর্ক, ফ্রান্সের সাহিত্য পড়েই সমৃদ্ধ হয়েছেন তিনি। এর আগেও ফ্রান্সের বেশ কয়েকটি সম্মাননা পেয়েছি। আমাকে ফ্রান্সের মানুষের প্রতি, সাহিত্যের প্রতি আরও কৃতজ্ঞ করলো এবারের সম্মাননা।

আর এই সম্মাননা দিতে পেরে ফ্রান্সের মানুষ, সাহিত্যও আরও সমৃদ্ধ হল বলে জানালেন ফ্রান্সের রাষ্ট্রদূত আলেক জেন্দ্রে জিগেল। বললেন, আদ্যন্ত বঙ্গসন্তান ও বহুমুখী প্রতিভাধর এই মানুষকে সম্মান জানিয়ে আমরাই গর্বিত।

মঙ্গলবার রাতের এই আয়োজন ঘিরে দিনভরই কলকাতার শিল্প-সাহিত্য অঙ্গনজুড়ে ছিল সাজসাজ রব। এদিন সন্ধ্যায় কলকাতা বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবেও উপস্থিত ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। সিইএসসির পক্ষ থেকে বই মেলায় সৃষ্টি সম্মাননাও দেওয়া হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। উদ্বোধনী অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, বই মেলার সঙ্গে তার হৃদয়ের সম্পর্ক, স্মৃতির সম্পর্ক। বই মেলা এলেই মুখিয়ে থাকেন, কখন মেলায় ঢুকবেন; বই কিনবেন।

বই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরিতে কতটুকু গুরুত্ব রাখে তার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “রোজই খবরের কাগজে, টিভিতে যা দেখছি.. নানা ঘটনা, বিচলিত করে আমাকে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বোধ গড়ে তোলা দরকার হয়ে পড়েছে। বই পাড়ে সেই সম্পর্ক তৈরি করে দিতে।”

মঙ্গলবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতেই ৪২ বার কাঠের ওপর হাতুড়ি ঠুকে ৪২তম কলকাতা বই মেলার উদ্বোধন করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এসময় সেখানে ফ্রান্সের একদল সাহিত্যিক ছাড়াও বই মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাশু দে, সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও।

কলকাতার অদূরে বিধাননগরের সেন্ট্রাল পার্কের শুরু হওয়া কলকাতা বই মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩ ফেব্রুয়ারি বই মেলায় পালন করা হবে বাংলাদেশ দিবস। বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ শীর্ষক একটি সেমিনারে যোগ দিতে আসছেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়কমন্ত্রী অভিনেতা আসাদুজ্জামান নূর, সাংবাদিক ও গবেষক মুনতাসীর মামুন এবং কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন।

Comments

The Daily Star  | English

Who are giving us earthquake data?

BMD ill-equipped, still relies on manual system with no seismologist or geologist involved

12h ago