সেঞ্চুরির পর অন্যরকম উদযাপনে জবাব দিলেন মুমিনুল?

Mominul Haque
শ্রীলঙ্কার বিপক্ষে ৯৬ বলে সেঞ্চুরির পর মুমিনুলের উল্লাস। ছবি: ফিরোজ আহমেদ

মুমিনুল হক স্পিন খেলতে ভুগছেন, কোচ থাকার সময় এমন পর্যবেক্ষণ দিয়ে টেস্ট দল থেকে তাকে বাদ দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এবার হাথুরুসিংহের শ্রীলঙ্কার স্পিনারদের পিটিয়েই দারুণ এক সেঞ্চুরি করে ফেললেন মুমিনুল।  তিন অঙ্কে পৌঁছেই নিজের স্বভাবের বাইরে গিয়ে উদযাপন করেছেন। চোখেমুখে ছিল দেখিয়ে দেওয়ার তৃপ্তি। শূণ্যে ছুঁড়েছেন ঘুষি। 

লাকসান সান্দাকানের বলে তেড়েফুঁড়ে বেরিয়ে এসে কাভারের উপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়েই ভৌ দৌঁড় মুমিনুলের।  পেছন পেছন দৌঁড়ে এলেন মুশফিকু রহিমও। এমনিতে চুপচাপ স্বভাবের মুমিনুলকে যেন থামানোই যাচ্ছিলো না। লাফিয়ে উঠে বাম হাত মুষ্টিবদ্ধ করে শূন্যে মারছিলেন ঘুষি। দারুণ সেঞ্চুরির পর বাড়তি এই উদযাপন দিল ভিন্ন মাত্রা। এর আগে চারটি সেঞ্চুরি করেছেন, কোনটিতেই এমন উদযাপন করতে দেখা যায়নি তাকে। এই সেঞ্চুরির কি তবে আলাদা মাহাত্ম্য?  

মাত্র ৯৬ বলে সেঞ্চুরি পেয়েছেন। টেস্টে দেশের দ্বিতীয় দ্রুততম। নিজের ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম। মাহাত্ম্য খুঁজলে পাওয়া যাবে অনেক। তবে এর আগেও দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ছিল তারই। ২০১৩ সালে  চট্টগ্রামের এই মাঠেই ৯৮ বলে সেঞ্চুরির পর ইনিংস টেনে নিয়েছিলেন ১৮১ রান পর্যন্ত।

Mominul Haque
ছবি: ফিরোজ আহমেদ
২০১৪ সালে সর্বশেষ সেঞ্চুরির পর আর যেতে পারছিলেন না তিন অঙ্কে। কয়েক ইনিংসে রান না পাওয়ায় ফোকাস করা হচ্ছিল তার দুর্বলতা। গেল বছর দেশের শততম টেস্টে তাকে একাদশ থেকে বাদ দেওয়ার পর অস্ট্রেলিয়া সিরিজে স্কোয়াড থেকেই বাদ দেন হাথুরুসিংহে। পরে মোসাদ্দেক হোসেনের চোট আর সিনিয়র খেলোয়াড়দের চাওয়ায় ফেরানো হয় তাকে। মুমিনুলের এই সেঞ্চুরি তাই এসব কিছুরই জবাব হয়তো।

Mominul Haque
ছবি: ফিরোজ আহমেদ
৭২ রানে তামিম ইকবাল আউট হওয়ার পর ওয়ানডাউনে আসেন মুমিনুল। প্রথম সেশনের এক ঘণ্টাতেই পেয়েছিলেন দারুণ শুরু। মেরেছেন চোখ ধাঁধানো সব কাভার ড্রাইভ। সেঞ্চুরিতে পৌঁছাতে ১৩ চার মারা মুমিনুল সাবলীল ছিলেন সব বোলারের বলেই। অফ স্পিনার দিলরুয়ান পেরেরা, চায়নাম্যান লাকসান সান্দাকানকে থিতু হতে দেননি। পেসারদের বাউন্সার পুল, হুকে দিয়েছেন জবাব। সেঞ্চুরি করেও অন্যরকম উদযাপনে হাথুরুসিংহেকেও কি জবাব দিলেন মুমিনুল?

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মুমিনুলের জন্য বড্ড পয়মন্ত। এই পর্যন্ত পাওয়া তার পাঁচ সেঞ্চুরির চারটিই হয়েছে এখানে। দারুণ সেঞ্চুরির পর প্রথম দিনশেষে ১৭৫ রানে অপরাজিত মুমিনুলের সামনে অপেক্ষা করছে আরও বড় কিছুর। 

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago