সরকারি চাকরিতে কোটা বাতিল চেয়ে রিট
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রিট আবেদনে বিদ্যমান কোটা ব্যবস্থাকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে কোটা ব্যবস্থা পুনর্মূল্যায়নের নির্দেশনা চাওয়া হয়েছে। দুজন সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আজ এই রিট করেন।
আবেদনে বলা হয়, ১৯৭২ সালের ৫ নভেম্বর সরকারি চাকরি, আধা-সরকারি, বেসরকারি, সামরিক ও জাতীয়করণকৃত প্রতিষ্ঠানে চাকরিতে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ শতাংশ ও নির্যাতিত নারীদের জন্য ১০ শতাংশ কোটার ব্যবস্থা করে সরকার। পরবর্তীতে কোটা ব্যবস্থা সংস্কার করে পরিবর্তন আনা হয়।
রিটকারীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিসুর রহমান মির, কুমিল্লা সাংবাদিক সমিতির সদস্য সচিব দিদারুল আলম ও দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র সাব-এডিটর আব্দুল ওয়াদুদ। আবেদনে তারা বলেন, কোটা ব্যবস্থা বৈষম্যমূলক ও সংবিধান এই বৈষম্য সমর্থন করে না।
আবেদনে আরও বলা হয়, কোটা ব্যবস্থার কারণে সরকারি চাকরির সুযোগ না পেয়ে ২০১৪ সালের ৩ জুন সাহাবুদ্দিন শাহীন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যা করেন।
রিটকারীদের আইনজীবী আখলাস উদ্দিন ভূঞা দ্য ডেইলি স্টারকে বলেন, শুনানির জন্য আগামী সপ্তাহে তারা হাইকোর্টে রিট আবেদনটি পেশ করবেন।
Comments