দুই হাজার রানে দ্রুততম মুমিনুল
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের তিন ব্যাটসম্যান ছিলেন মাইলফলকের সামনে। চার হাজার রানের কাছে ছিলেন তামিম ইকবাল। দুই হাজার থেকে ১৬০ রান দূরে ছিলেন মুমিনুল। প্রথম দিনে তামিম না পারলেও মুমিনুল স্পর্শ করেছেন মাইলফলক।
ইনিংসের ৮১তম ওভারে রঙ্গনা হেরাথকে ইনসাইড আউটে উড়িয়ে দেন। তার ইনিংসের প্রথম ছক্কায় পৌঁছে যান ১৬৩তে । পেরিয়ে যান দুহাজার রান।
টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে দুই হাজার রান করলেন তিনি। ২৬ ম্যাচের ৪৭ ইনিংসে এই ল্যান্ডমার্কে পৌঁছালেন মুমিনুল। আগের দ্রুততম দুই হাজারের রেকর্ড ছিল তামিম ইকবালের। দুহাজারি ক্লাবে যেতে ৫৩ ইনিংস খেলতে হয়েছিল তামিমের।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাইলফলকে পৌঁছার দিনে দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন তিনি। সেই সেঞ্চুরি এগিয়ে নিচ্ছেন আরও বড় কিছুর দিকে।
Comments