মেয়ের বিয়ের খরচ যোগাতে মমতার ‘রূপশ্রী প্রকল্প’

বিবাহযোগ্য কন্যাদের বিয়ের জন্য এবার পরিবারের পাশ দাঁড়াবে পশ্চিমবঙ্গ সরকার। যেসব পরিবারের বার্ষিক আয় এক লাখ ২০ হাজার রুপির নিচে সেসব পরিবারের কন্যাদায়গ্রস্ত অভিভাবককে মেয়ের বিয়ের খরচ বাবদ এককালীন ২৫ হাজার টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ‘রূপশ্রী’ নামে সরকারি এই প্রকল্পে এমন আর্থিক সুবিধা মিলবে চলতি সপ্তাহ থেকে।
Mamata Banerjee
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিবাহযোগ্য কন্যাদের বিয়ের জন্য এবার পরিবারের পাশ দাঁড়াবে পশ্চিমবঙ্গ সরকার। যেসব পরিবারের বার্ষিক আয় এক লাখ ২০ হাজার রুপির নিচে সেসব পরিবারের কন্যাদায়গ্রস্ত অভিভাবককে মেয়ের বিয়ের খরচ বাবদ এককালীন ২৫ হাজার টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ‘রূপশ্রী’ নামে সরকারি এই প্রকল্পে এমন আর্থিক সুবিধা মিলবে চলতি সপ্তাহ থেকে।

আজ (৩১ জানুয়ারি) বিকেলে বিধানসভায় ২০১৮ সালের রাজ্য বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন এই প্রকল্পের কথা ঘোষণা করেন।

মমতা বলেন, নতুন এই প্রকল্পে মেয়েদের বিয়ের জন্য আমরা ২৫ হাজার টাকা করে দেবো।

এর আগে কন্যাশ্রী-যুবশ্রী-সবুজশ্রী ছাড়াও পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু প্রকল্পে এই ধরণের আর্থিক সুবিধা নিয়ে আসছিল। এবার রূপশ্রী নামে নতুন এই প্রকল্প শুরু করল রাজ্য সরকার।

কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদের প্রতি মাসে ৭৫০ টাকার বৃত্তি বাড়িয়ে এক হাজার রুপিতে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে এবার কৃষকদের বার্ধক্যভাতা বাড়ানো ছাড়াও কৃষি জমি কিনলে সরকারি টাকায় মিলবে মিউটেশনের সুবিধাও। এছাড়াও, চা-বাগানের শ্রমিকদের আয়কর মুক্তি করার ঘোষণাও করা হয় এদিন।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক হাজার ৮৫০ কোটি রুপি ক্ষতির মুখে পড়েছে। আর্থিক ক্ষতির পরও পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনীতিতে তেমন কোনও প্রভাব পড়েনি বলেও মন্তব্য করেন তিনি।

মমতা ব্যানার্জি এদিন আরো বলেন, গত ছয় বছরে ৮১ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তার সরকার।

কলকাতার অদূরে রাজারহাটে ‘সিলিকন ভ্যালি এশিয়া’ তৈরি করার কথাও জানান মমতা। তিনি বলেন, সম্প্রতি বিশ্ব বঙ্গ সম্মেলনে দেশ-বিদেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি ‘সিলিকন ভ্যালি এশিয়া’ তৈরির কথা চিন্তা করেছিলেন। তাই এই বাজেটেও এর জন্য বরাদ্দ রাখা হচ্ছে।

মমতা দাবি করেন, গত ছয় বছর ধরে রাজ্যের ৯০ শতাংশ মানুষকে মাত্র দুই টাকা কেজিতে চাল-গম দিয়ে আসছে তাঁর সরকার।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago