মুমিনুলের উদযাপনের কারণ জানেন তামিম
এমনিতে শান্ত স্বভাবের মানুষ মুমিনুল হক। টেস্টে এর আগে করেছেন আরও চার সেঞ্চুরি। কোনবারই এমন বাঁধভাঙ্গা উল্লাস করেননি। পঞ্চম সেঞ্চুরিটা করেই লাফ দিয়ে শূন্যে হাত ছুঁড়েছেন, শরীরী ভাষায় বুঝিয়েছেন কিছু করে দেখানোর ঝাঁজ। খোলাসা করে না বললেও মুমিনুলের এমন উদযাপনের কারণ ধরতে পেরেছেন তামিম ইকবাল।
চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনেই ব্যাট করতে নেমেছিলেন মুমিনুল। দিনশেষে আর আউট হননি। মাত্র ৯৬ বলে নিজের দ্রুততম সেঞ্চুরি করার পর ১৭৫ রানে অপরাজিত থেকে আভাস দিচ্ছেন ডাবল সেঞ্চুরির।
ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিলেন তামিম। ৫৩ বলে ৫২ রান করে তার আউটের পর আগ্রাসনের চাবিটা নিজের হাতে নিয়ে নেন মুমিনুল। এই বাঁহাতির ব্যাটিং তামিমের কাছে মুগ্ধতা ছড়ানো, ‘মুমিনুলের ইনিংসটা ছিলো মুগ্ধকর। প্রথমেই সে আক্রমণাত্মক ছিলো এবং সেভাবেই পুরো ইনিংস খেলে গেছে। যখন সে একশ করে তখন তার স্ট্রাইকরেট ছিলো ১০৩! যে জিনিসটা আমাদের জন্য এই উইকেটে গুরুত্বপূর্ণ ছিলো; আমরা জানতাম এখানে ব্যাটিং করা সহজ হবে, বিশেষ করে প্রথম দিনে ও ওর উইকেটটা নষ্ট করেনি।’
গত বছর শ্রীলঙ্কা সফরে দেশের শততম টেস্টে খেলানো হয়নি মুমিনুলকে। অস্ট্রেলিয়া সিরিজের দলেও শুরুতে তাকে রাখেননি তখনকার কোচ চন্ডিকা হাথুরুসিংহে । মোসাদ্দেক হোসেনের চোট ও আর সিনিয়র ক্রিকেটারদের চাওয়ায় দলে ফেরেন তিনি। মুমিনুলকে বাদ দেওয়া হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার কোচ। তার দলের বিপক্ষে দারুণ সেঞ্চুরি করার পর মুমিনুলের উদযাপনে ছিল বিশেষত্ব। পুরোটা খোলাসা না করলেও কারণটা বুঝতে পেরেছেন তামিম,
‘মুমিনুলের কিছু প্রমাণের ছিলো এবং সেটা সে করেছি। আমার কাছেও দেখে ভালো লাগছে। আমি জানি কেনো সে এটা করেছে।’
Comments