এসএসসি পরীক্ষা শুরু হল আজ

​সারাদেশে আজ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
এসএসসি পরীক্ষা ২০১৮
ফাইল ছবি

সারাদেশে আজ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এ বছর ৮,৫৫১ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০,৩১,৮৯৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে। পরীক্ষার্থীদের মধ্যে ১০,২৩,২১২ জন ছাত্র ও ১০,০৮,৬৮৭ জন ছাত্রী। সারাদেশে ৩,৪১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও দেশের বাইরে আটটি পরীক্ষাকেন্দ্রে ৪৫৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

এর মধ্যে আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ১৬,২৭,৩৭৮ জন এসএসসি, মাদরাসা বোর্ডের অধীনে ২,৮৯,৭৫২ জন দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১,১৪,৭৬৯ জন পরীক্ষায় বসছে।

গত বছর পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল ১৭,৮৬,৬১৩ জন। সেই হিসাবে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২,৪৫,২৮৬ জন।

আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

Comments

The Daily Star  | English

Is Raushan's political career coming to an end?

With Raushan Ershad not participating in the January 7 parliamentary election, questions have arisen whether the 27-year political career of the Jatiya Party chief patron and opposition leader is coming to an end

1h ago