সবার জন্য পেনশন স্কিম: অর্থমন্ত্রী

বাংলাদেশের সবাইকে পেনশন স্কিমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
Finance Minister AMA Muhith
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ছবি: ফাইল ফটো

বাংলাদেশের সবাইকে পেনশন স্কিমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রাজধানীর সচিবালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল ব্যবস্থায় পেনশন প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আজ (১ ফেব্রুয়ারি) এ কথা বলেন।

মুহিত বলেন, “দেশের ১৬ কোটি মানুষকে পেনশন স্কিমের আওতায় আনতে এ সংক্রান্ত একটি রূপরেখা আগামী বাজেটে থাকবে।”

অনুষ্ঠানে অর্থসচিব মুসলিম চৌধুরী বলেন, “অর্থমন্ত্রী রূপরেখা দেওয়ার পর পর্যায়ক্রমে পেনশন স্কিম বাস্তবায়ন করা হবে।”

Comments

The Daily Star  | English

Yunus's 'Reset Button' call was not about erasing Bangladesh's proud history: CA office

He meant resetting the software, not the hardware created by 1971 Liberation War, statement says

1h ago