পূজা-আদ্রিতের জমাট রোমান্স
‘নূরজাহান’ ছবির শিরোনাম গান
পূজা চেরি অভিনীত যৌথ প্রযোজনার ‘নূরজাহান’ ছবির শিরোনাম গানটি প্রকাশ করা হয়েছে। এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে তাঁর অভিষেক হতে যাচ্ছে। ছবিটিতে পূজার বিপরীতে রয়েছেন কলকাতার আদ্রিত।
গতকাল (৩১ জানুয়ারি) ইউটিউবে প্রকাশ করা ‘ভাল্লাগে না তোমায় ছাড়া’ শিরোনাম গানে পূজা-আদ্রিতের জমাট রোমান্স দেখা গেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজ বর্মণ, লগ্নাজিতা ও স্যাভি। গানটি লিখেছেন শ্রীজাত এবং মিউজিক করেছেন স্যাভি।
‘নূরজাহান’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জি এবং আব্দুল আজিজ।
যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি থেকে ছবিটিকে সেন্সরে পাঠানোর অনুমতি মিলেছে। ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগামী ১৬ ফেব্রুয়ারি ‘নূরজাহান’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Comments