এখনো ম্যাচে ফেরার আশায় বাংলাদেশ

বাংলাদেশের ৫১৩ রানের জবাবে ৩ উইকেটেই ৫০৪ রান করে ফেলেছে শ্রীলঙ্কা। অনায়াসে বড় লিডের প্রত্যাশা তারা করতেই পারে। এই ম্যাচ থেকে ফল পক্ষে আনা বাংলাদেশের জন্য বেশ কঠিন।
Mahmudullah
অধিনায়ক মাহমুদউল্লাহর কপালে দুশ্চিন্তার ভাঁজ কেবল বাড়ছে। ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের ৫১৩ রানের জবাবে ৩ উইকেটেই ৫০৪ রান করে ফেলেছে শ্রীলঙ্কা। অনায়াসে বড় লিডের প্রত্যাশা তারা করতেই পারে। এই ম্যাচ থেকে ফল পক্ষে আনা বাংলাদেশের জন্য বেশ কঠিন। এমনকি ড্র করাও হতে পারে মুশকিলের। তবু এখান থেকেও ম্যাচে ফেরা সম্ভব মনে করছেন টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ।

তৃতীয় দিনে কেবল দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পেয়েছিল বাংলাদেশ। উইকেটশূন্য প্রথম সেশনে এসেছিল ১০৮ রান। শেষ সেশনও কেটেছে উইকেটবিহীন। অবশ্য প্রথম সেশন থেকে হয়েছিল ৩০ রান কম। ওখানেই ফিরে আসার আভাস দেখছেন মাহমুদ,  ‘আজকে শেষ সেশনটা ভালোই ছিল আমাদের। খুব বেশি রান করতে দেইনি ওদের। কালকে সকলে উইকেট কেমন থাকে সেটা একটা বড় ব্যাপার। আমি বিশ্বাস করি, খুব খারাপ এখনও হয়নি।’

ম্যাচের যা পরিস্থিতি তাতে অবশ্য সফরকারীদের এগিয়ে রাখতে দ্বিধা নেই বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টরের। অনেকগুলো যদি, কিন্তুর হিসাব কষে বসে আছেন আশা নিয়ে, ‘অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। দুটি দিন বাকি আছে। কালকে দিনটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কালকে কত দ্রুত ওদের অলআউট করতে পারি, লিডটা কত বড় হয়, সেটা সবচেয়ে বড় কথা হবে। পাশাপাশি আমাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং অনেক ভালো করতে হবে। ম্যাচ এখনও উন্মুক্ত আমি মনে করি। উইকেট যদিও ব্যাটিংয়ের জন্য ভালো আছে এখনও। তার পর আমরা আশা করি সকাল থেকে ভালো বোলিং করব আমরা।’

বাকি সাত উইকেট নিয়ে শ্রীলঙ্কা বড় লিড পেয়ে গেলে ইনিংস হার এড়াতেও লড়তে হতে পারে বাংলাদেশকে। তবে এখনি অতটা নেতিবাচক চিন্তায় মন নেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের, ‘এখনও ওই অবস্থায় আসেনি ম্যাচ। শ্রীলঙ্কা অবশ্যই নিয়ন্ত্রণে। কালকে সকালটাই হয়ত বলে দেবে কোন পথে যাবে ম্যাচ। শ্রীলঙ্কা কত সময় ব্যাট করবে এটা বড় কথা। আমি হলে হয়ত অবশ্য এখান থেকে একটা ইনিংস ব্যাট করার চিন্তা করতাম।’

Comments