বিএনপির আরও তিন নেতা গ্রেফতার
বিএনপির আরও তিন জন নেতাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে মহাখালী ডিওএইচএস ও উত্তরা থেকে দলটির জ্যেষ্ঠ নেতা আমানুল্লাহ আমান, নাজিমুদ্দিন আলম ও এবিএম মোশাররফ হোসেনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব-১ এর কমান্ডিং অফিসার লে. ক. সারোয়ার বিন কাশেম দ্য ডেইলি স্টারকে বলেন, সুপ্রিম কোর্ট এলাকায় পুলিশের ওপর হামলা ও প্রিজন ভ্যান ভাঙচুর করে বিএনপির দুজন কর্মীকে ছিনিয়ে নেওয়ার মামলায় গত রাত ৯টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আমান ও দলটির নির্বাহী কমিটির সদস্য আলমকে গ্রেফতার করা হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সামসুদ্দিন দিদার বলেন, আলমের সাথে সাক্ষাতের জন্য মহাখালী ডিওএইচএস’র বাসায় গিয়েছিল আমান।
অন্যদিকে, গতকাল বিকালে টঙ্গী থেকে রাজধানীতে ফেরার পথে উত্তরা থেকে পুলিশ মোশাররফকে গ্রেফতার করে বলে ইউএনবির খবরে জানানো হয়। তিনি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইউএনবিকে বলেন, বিকাল সাড়ে ৪টায় সাদা পোশাকে পুলিশ মোশাররফকে গ্রেফতার করে।
পুলিশের ওপর হামলা ও প্রিজন ভ্যান ভাঙচুরের মামলায় বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আজিজুল বারি হেলালসহ ৬০ জনের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই ঘটনায় যুক্ত ও পেছন থেকে যারা ইন্ধন দিয়েছে তাদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া।
মঙ্গলবারের ওই ঘটনায় শাহবাহ ও রমনা থানায় করা পৃথক তিন মামলায় বুধবার বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে ও ৫৪ জনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার আদালত।
Comments