ধুলা, কুয়াশা, মেঘে আচ্ছন্ন ঢাকার আকাশ
মাঘ মাসের শেষ পর্যায়ে এসে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করলেও সূর্যের দেখা নেই রাজধানীর আকাশে। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি না হওয়ায় ধুলা, কুয়াশা আর মেঘ মিলে এই অবস্থা তৈরি হয়েছে। তবে এটি বায়ুদূষণ থেকে সৃষ্ট স্মোগ বা ধোঁয়াশা নয় বলে নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকার আকাশ মেঘে ঢেকে রয়েছে। এ কারণেই সূর্যের দেখা নেই। আগামী এক-দুদিনের মধ্যেই এই অবস্থা কেটে যাবে।
কুয়াশা আর দূষিত বাতাসের মিলিত অবস্থাকে স্মোগ বা ধোঁয়াশা বলা হয়। ঢাকায় এমনটা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা ধোঁয়াশা নয়। শীতে বৃষ্টি না হওয়ায় ধূলিকণা আর কুয়াশা থেকে এটা হচ্ছে। আগামী এক দুদিনের মধ্যে এই অবস্থা কেটে গিয়ে পরিষ্কার আকাশের দেখা মিলবে।
সেই সাথে দেশের উত্তর পূর্বের সিলেট অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানায় আবহাওয়া অফিস।
Comments