‘আমাদের সামনে ম্যাচ জেতার দারুণ সুযোগ’

দুদলের প্রথম ইনিংস শেষ হতেই হয়ে গেছে চতুর্থ দিন বিকেল। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের নড়বড়ে ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্ট হেলে পড়েছে শ্রীলঙ্কার দিকে
মুশফিকুর রহিমকে ফিরিয়ে দাপট শ্রীলঙ্কার। ছবি: ফিরোজ আহমেদ

দুদলের প্রথম ইনিংস শেষ হতেই হয়ে গেছে চতুর্থ দিন বিকেল। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের নড়বড়ে ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্ট হেলে পড়েছে শ্রীলঙ্কার দিকে। ম্যাচের পরিস্থিতির আভাস পেয়ে উৎফুল্ল নিরোশান ডিকভেলা সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ দেখছেন পঞ্চম দিনে। 

প্রথম ইনিংসে বাংলাদেশের ৫১৩ রানের জবাবে ৯ উইকেটে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৮১ রানেই ৩ উইকেট খুইয়ে বসেছে বাংলাদেশ। শেষ দিনে হাতে ৭ উইকেট নিয়ে ৯০ ওভার টিকে থাকার লড়াই স্বাগতিকদের। আর ৭টি ভালো বলে বাজিমাত করে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ শ্রীলঙ্কানদের। এমন সুযোগ হেলায় হারাতে চায় না ডিকভেলারা,  ‘আমাদের সামনে ম্যাচ জেতার দারুণ সুযোগ আছে। এটা এখনো খুব ভালো উইকেট। স্টাম্পের বাইরে ফাটলে পড়লে বল টার্ন করছে। আশা করছি কাল ভাল শুরু হবে। আমরা ভালো জায়গায় বল করছি, লাইন লেন্থ ঠিক রাখছি। ’

চতুর্থ দিন শেষ হওয়ার এক বল বাকি থাকতে আউট হয়ে যান মুশফিকুর রহিম। রঙ্গনা হেরাথের বলে অমন উইকেট বাংলাদেশের নেতিবাচক মানসিকতার ফল মনে করছেন ডিকভেলা, ‘তারা নেতিবাচক মানসিকতায় খেলেছে। এই উইকেটে এভাবে খেলে আসলে ফল পাওয়া কঠিন। ফাটলে পড়লেই বল টার্ন করছে। আমার মনে হয় ইতিবাচক অ্যাপ্রোচে খেলাই সবচেয়ে ভালো উপায়।’

দ্বিতীয় দিনের লাঞ্চের পর ব্যাটিং পেয়ে শ্রীলঙ্কানরা থেমেছে চতুর্থ দিন চা বিরতির পর। ম্যারাথন এই ব্যাটিংয়ে টাইগার সমর্থকরা তিতি বিরক্ত হলেও বেজায় উদযাপনে মত্ত ছিলেন লঙ্কানরা,  ‘এটা শতভাগ সন্তুষ্টির। ড্রেসিং রুমে বসে দুদিন সতীর্থদের ব্যাটিং দেখা দারুন ব্যাপার। আমরা উপভোগ করেছি। আমিও পরে কিছু রান করতে পেরেছি। বিশেষ করে কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা দারুণ অ্যাপ্রোচে ব্যাট করেছে।’

 

Comments