১৮০ রানের জুটির পর ফিরলেন মুমিনুল
অনেক শঙ্কা নিয়ে সকালটা শুরু করেছিলেন মুমিনুল হক ও লিটন দাস। আগের দিন তিন উইকেট হারিয়ে ফেলায় চোখ রাঙাচ্ছিল হার। তবে শেষ পর্যন্ত কোন বিপর্যয়ে না পড়েই লাঞ্চে গেছে বাংলাদেশ দল। চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়ে আস্থা দেখান মুমিনুল ও লিটন। তাদের ১৮০ রানের জুটি ভাঙে মুমিনুলের বিদায়। জোড়া সেঞ্চুরি করে ধনঞ্জয়া ডি সিলভার বলে স্লিপে ক্যাচ দেন ১০৫ রান করা মুমিনুল।
শেষ দিনেও শুরু থেকে মুমিনুল খেলেছেন মেজাজ বুঝে। ক্রিজে এসে শুরুতে বেশ নড়বড়ে থাকা লিটন থিতু হয়ে খেলেছেন চোখ ধাঁধানো শট, পরে দেখিয়েছেন থাকার দৃঢ়তাও।
প্রথম ইনিংসে ১৭৬ রানের ঝলমলে ইনিংস খেলা মুমিনুল প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয় ইনিংসেও পেলেন ৬ষ্ঠ সেঞ্চুরি। এই ইনিংস দিয়েই এক টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান তুলা রেকর্ড হয়ে গেছে মুমিনুলের। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে প্রথম সেঞ্চুরির দিকে এগুচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।
Comments