দায়িত্ব গ্রহণ করলেন প্রধান বিচারপতি
শপথ গ্রহণের একদিন পর আজ রবিবার দায়িত্ব গ্রহণ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
দায়িত্ব নেওয়ার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদালত কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে স্বাগত জানান এটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট জয়নুল আবেদিন।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে শুক্রবার প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেন রাষ্ট্রপতি।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগের পর গত চার মাস ধরে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছিলেন বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা। সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি করার পর আপিল বিভাগ থেকে পদত্যাগ করেন জ্যেষ্ঠতম বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা।
Comments