রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে সমন্বয়ে সচেষ্ট থাকব: প্রধান বিচারপতি
দায়িত্ব গ্রহণের প্রথম দিনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ বলেছেন, রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে সমন্বয়ের জন্য তিনি সব সময় সচেষ্ট থাকবেন। আইনের শাসন ও সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা কিছু সম্ভব তার সব করার প্রতিশ্রুতিও দেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, ‘আইন, নির্বাহী ও বিচার বিভাগ—রাষ্ট্রের এ তিন অঙ্গের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কেবল একটি দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। যেখানে তিন অঙ্গের মধ্যে কাজের সমন্বয়ের অভাব থাকে, সেখানে উন্নয়ন ব্যাহত হবে।’
দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর আজ সকালে দায়িত্ব গ্রহণ করে সৈয়দ মাহমুদ হোসেন এসব কথা বলেন।
সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদিনের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়। আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি বলেন, আমাদের এমনভাবে আদালতের ভাবমূর্তি গড়ে তুলতে হবে যেন আদালত প্রাঙ্গণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শক্তিমান-দুর্বল, ধনী-গরিব, সকলের মধ্যে এই বিশ্বাস জন্মে যে তারা সকলেই সমান এবং আদালতের কাছ থেকে শুধু আইন অনুযায়ী তারা ন্যায়বিচার পাবেন। এতে আদালতের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ় হবে।’
তিনি বলেন, বিচারপতি নিয়োগে সংবিধানের ৯৫(২)(গ) অনুচ্ছেদ অনুসারে আইন প্রণয়ন বর্তমান পরিস্থিতিতে অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
Comments