কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন সুইস রাষ্ট্রপতি

সফররত সুইস রাষ্ট্রপতি আঁলা বেরসে ৬ ফেব্রুয়ারি কক্সবাজারে স্থাপিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন।
Swiss President Alain visits Bangabandhu Museum
৫ ফেব্রুয়ারি ২০১৮, ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে সুইস রাষ্ট্রপতি আঁলা বেরসে। ছবি: পিআইডি

সফররত সুইস রাষ্ট্রপতি আঁলা বেরসে ৬ ফেব্রুয়ারি কক্সবাজারে স্থাপিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন।

রাষ্ট্রপতি বেরসে সকাল নয়টায় সুইস ফেডারেল কাউন্সিলের একটি উড়োজাহাজে চড়ে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন।

তিনি সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে যাবেন এবং দুপুর দেড়টা পর্যন্ত সেখানে অবস্থান করবেন। কুতুপালংয়ে অবস্থানের সময় সুইস রাষ্ট্রপতি মিয়ানমারে জাতিগত নির্যাতনের শিকার হয়ে প্রতিবেশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলবেন।

এরপর, বিকেল সোয়া ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বেরসে।

ঢাকায় অবস্থিত সুইস দূতাবাস থেকে বলা হয়, সুইস রাষ্ট্রপতির এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং সুইজারল্যান্ডের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করার ওপর জোর দেওয়া হবে। এছাড়াও, শরণার্থী সংকটের শিকার বাংলাদেশের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্যও এই সফরের আয়োজন করা হয়েছে বলে দূতাবাস থেকে জানানো হয়।

এদিকে, আজ (৫ ফেব্রুয়ারি) সুইস রাষ্ট্রপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি স্বাধীনতা যুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর, তিনি ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

3h ago