সংকট মোকাবেলায় ভারতের সহায়তা চাইলেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি
মালদ্বীপে চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় ভারতের সহায়তা চাইলেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ।
দ্বীপ রাষ্ট্রটির সর্বোচ্চ আদালতের বিচারপতিসহ অন্যান্য বন্দিদের মুক্ত করতে সেনা-সমর্থিত একজন দূতকে সে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।
ভারত মহাসাগরে অবস্থিত ক্ষুদ্র দেশটিতে গতকাল (৫ ফেব্রুয়ারি) থেকে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করার পর সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যায়।
শ্রীলংকায় অবস্থানরত নাশিদ দেশটির বর্তমান রাষ্ট্রপতি আব্দুল্লাহ ইয়ামিনের সরকারের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিও আহ্বান জানিয়েছেন।
আজ (৬ ফেব্রুয়ারি) এক টুইটার বার্তায় “মালদ্বীপের জনগণের পক্ষে” নাশিদ এই আহ্বান জানান।
বার্তায় তিনি উল্লেখ করেন, “মালদ্বীপের জনগণের পক্ষে আমাদের আন্তরিক অনুরোধ: ১. মালদ্বীপের বিচারক এবং রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুমসহ রাজনৈতিক বন্দিদের মুক্ত করার জন্য ভারত তার সেনা সাহায্যপুষ্ট একজন দূতকে পাঠাক। ২. যুক্তরাষ্ট্র তার ব্যাংকগুলোর মাধ্যমে মালদ্বীপের বর্তমান শাসক গোষ্ঠীর সব ধরণের আর্থিক লেনদেন বন্ধ করে দিক।”
Comments