একের পর এক প্রেমের গল্প

Tobuo Bhalobashi
‘তবুও ভালোবাসি’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রতিবারের মতো এবারো ক্লোজআপ আয়োজন করেছে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’। এবারো এই আয়োজনে অংশ নিয়েছেন অনেক ভক্ত। তাঁদের কাছ থেকে এসেছে অনেকগুলো প্রেমের গল্প। সেই গল্পগুলো থেকে নির্বাচিত হয়েছে সেরা তিন।

সেই সেরা তিনটি গল্পের বিজয়ী লেখকরা হলেন এ কে এম মাহফুযুল আলম অনিক, মো. খায়রুল হাসান এবং মো. রফিকুল ইসলাম। এই সেরা তিনটি গল্প নিয়ে আগামী ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হয়েছে তিনটি নাটক।

এ কে এম মাহফুযুল আলম অনিক-এর গল্প অবলম্বনে তৈরি ‘তবুও ভালোবাসি’ নাটকটি পরিচালনা করছেন রুবায়েত মাহমুদ। নাটকটির মূল চরিত্রে অভিনয় করছেন সাফা কবির ও সিয়াম। নাটকের টাইটেল গানটি কম্পোজ করেছেন অদিত।

Closeup dramas

পরিচালক মাবরুর রশিদ বান্নাহ পরিচালনা করেছেন মো. খায়রুল হাসানের লেখা গল্প অবলম্বনে নাটক ‘আমি তোমার গল্প হবো’। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন তওসিফ ও টয়া। নাটকের টাইটেল গানটি করেছেন মিনার।

মো. রফিকুল ইসলাম-এর রচনায় তৈরি ‘শহরে নতুন গান’ নাটকটি পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন মনোজ ও সাবিলা। এই নাটকের টাইটেল গানটি করেছেন রাফা।

‘ক্লোজআপ কাছে আসার গল্প’ নিবেদিত নাটক তিনটি আগামী ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাত পৌনে নয়টায় পর পর প্রচারিত হবে বাংলাভিশন-এর পর্দায়।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago