চট্টগ্রামের পিচ বোলারদের জন্য ছিল দুঃস্বপ্ন: চান্দিমাল
নিষ্প্রাণ ড্র হওয়া চট্টগ্রাম টেস্টের পিচ নিয়ে এখনো অসন্তোষ জানিয়েই চলেছে শ্রীলঙ্কা। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগের দিন আরও একবার পিচ নিয়ে হতাশা জানালেন শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল।
ব্যাটসম্যানদের জন্য একপেশে হওয়ায় চট্টগ্রামের উইকেটকে ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। বৃহস্পতিবার মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও টেস্ট। আগের দিন সংবাদ সম্মেলনে এসে লঙ্কান অধিনায়ক চট্টগ্রামের পিচ নিয়ে হতাশা উগরে দিলেন, ‘প্রথমত ব্যাটসম্যানদের জন্য ওটা খুব ভালো উইকেট ছিল, বোলারদের জন্য নয়। বোলারদের জন্য ওটা ছিল দুঃস্বপ্নের মতো। চট্টগ্রাম টেস্ট থেকে আমাদের ইতিবাচক কিছু নিতে হবে। তারা ৫০০ করার পরও, আমরা ৭০০ এর বেশি রান করেছি। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। যেকোনো বিচারেই এটা সহজ কাজ নয়।’
ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়া শ্রীলঙ্কা ওই টুর্নামেন্টের অসমান বাউন্সের পিচ নিয়েও নিজেদে পর্যবেক্ষণ জানাতে ভুল করেনি, 'ত্রিদেশীয় সিরিজেও আমরা দেখেছি খারাপ পিচ দেওয়া হয়েছে। স্পিনারদের জন্য ভালো পিচ ছিল কিন্তু ব্যাটসম্যানদের জন্য না।’
চট্টগ্রামে দুই দলের তিন ইনিংস খেলতে খেলতেই পেরিয়ে যায় পুরো পাঁচদিন। তাতে রান উঠেছে পনেরোশোর বেশি। মিরপুরে দ্বিতীয় টেস্টে ভিন্ন কিছু হওয়ার আভাস দেখছেন চান্দিমাল, ‘দেখে মনে হচ্ছে শুষ্ক উইকেট। এই ম্যাচেও স্পিনাররা অবদান রাখবে। পিচ দেখে মনে হয়েছে এই ম্যাচে ফল আসবে। স্পিনাররা ব্যবধান গড়ে দিবে। দুদলের জন্যেই চ্যালেঞ্জের হবে। এটা চট্টগ্রামের মতো হবে না।’
Comments