টান টান উত্তেজনার পর হাসল শেখ জামাল
ম্যাচে অনেকবার রঙ পাল্টালো। লিজেন্ডস অব রূপগঞ্জের আসিফ হাসান শুরুতে করলেন হ্যাটট্রিক, রান তাড়ায় অধিনায়ক নাঈম ইসলাম করলেন সেঞ্চুরি। তবু তীরে তরি ভেড়াতে পারল না তারা। ৩ রানে শ্বাস্বরোদ্ধকর ম্যাচটি জিতে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি।
বুধবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে টসটাও জিতেছিল রূপগঞ্জ। শেখ জামালকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন হাসানুজ্জামান। তার ৩৭ বলে ৪৯ রানের ইনিংসের পরই নামে ধস। ৬৬ রানে প্রথম উইকেট হারানোর পর ৬৭ রানেই ৪ উইকেট হারায় তারা। আসরে প্রথম হ্যাটট্রিক করে বসেন আসিফ হাসান। দলের বিপর্যয়ে হাল ধরেন উইকেটরক্ষণ ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তার ৯০ রানের ইনিংসে ২৩০ পর্যন্ত যেতে পারে শেখ জামাল।
২৩১ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই তাসের ঘর লিজেন্ডস অব রূপগঞ্জ। ৫৬ রানেই তারা হারিয়ে বসে ৫ উইকেট। চরম বিপর্যয়ে দারুণ ব্যাট করে খেলার মোড় আবার ঘুরিয়ে দেন নাঈম ইসলাম। ৮ চার আর ৪ ছক্কা ১১৬ বলে ঠিক ১১৬ রান করেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান। তবু জিততে পারেনি তার দল। ৮ উইকেটে ২২৭ রানে থেমে মাত্র ৩ রানে হারতে হয় তাদের।
রূপগঞ্জের ইনিংসের মূল হন্তারক ছিলেন শেখ জামালের পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। ৪২ রান খরচায় ৪ উইকেট নেন তিনি।
Comments