আমি ফিরে আসবো: কান্নারত স্বজনদের উদ্দেশে খালেদা জিয়া

একটি অফ-হোয়াইট শাড়ি পরে নামাজ সারলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর কান্নারত স্বজনদের স্বান্তনা দিলেন তিনি। তারপর গুলশানের বাড়ি থেকে বের হয়ে তিনি গাড়িতে উঠে রওনা দেন আদালতের উদ্দেশে।
khaleda zia
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: স্টার ফাইল ফটো

একটি অফ-হোয়াইট শাড়ি পরে নামাজ সারলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর কান্নারত স্বজনদের স্বান্তনা দিলেন তিনি। তারপর গুলশানের বাড়ি থেকে বের হয়ে তিনি গাড়িতে উঠে রওনা দেন আদালতের উদ্দেশে।

আজ (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিএনপি নেত্রী আদালতের উদ্দেশ্যে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ ছাড়েন যখন, তখন আত্মীয়দের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

খালেদা জিয়া তাঁদেরকে স্বান্তনা দিয়ে বলেন, “কান্নার কিছু নেই। আমি ভালো থাকবো। তোমরা অপেক্ষা করো। আমি ফিরে আসবো। মন খারাপ করো না। শক্ত থাকো।”

উল্লেখ্য, খালেদা জিয়ার বড় বোন, ছোট ভাই, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শ্বশুরবাড়ির লোকজন, পরিবারের অন্যান্য সদস্য, দলের নেতা নজরুল ইসলাম খান, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার নওশাদ জমির এবং আইনজীবী এজেড মোহাম্মদ আলী বিএনপি নেত্রীর সঙ্গে আদালতের উদ্দেশ্যে রওনা হন।

উল্লেখ্য, আজ বিএনপি নেত্রী খালেদা জিয়র বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

6h ago