খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন ঢাকার বিশেষ জজ আদালত।
এই মামলার অপর আসামী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।
রাজধানীর বকশীবাজারে স্থাপন করা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান খালেদা জিয়ার উপস্থিতিতে ৬৩২ পৃষ্ঠা রায়ের সারসংক্ষেপ পড়ে সাজা ঘোষণা করেন।
এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন খালেদা জিয়া। এসময় বিএনপির নেতাকর্মীরা তার সাথে ছিলেন। দুপুর ১টা ৫০ মিনিটে খালেদা আদালত কক্ষে ঢুকেন।
Comments