বাবার গানের ভিডিও করলেন ছেলে

Kumar Bishwajit
সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও ছেলে কুমার নিবিড়। ছবি: সংগৃহীত

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর ‘প্রশ্নই ওঠে না’ শিরোনামের একটি গানের ভিডিও নির্মাণ করছেন তাঁর ছেলে কুমার নিবিড়। এবারই প্রথম পরিচালনা বাবার জন্য।

আসছে ভালোবাসা দিবসে আমোজ রেকর্ডিংয়ের ব্যানারে সেই ভিডিওটি প্রকাশ করা হবে। গানটির কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী এবং সুর করেছেন কুমার বিশ্বজিৎ।

কুমার বিশ্বজিৎ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার জন্য এটা একটা ভীষণ ভালো অভিজ্ঞতা। এই প্রজন্মের ছেলে-মেয়েরা যেকোনো কাজে অনেক এগিয়ে। আবারও সেটা লক্ষ করলাম। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।”

কুমার নিবিড় দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আগে স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় এমন কিছু কাজের সঙ্গে যুক্ত ছিলাম। সেই অভিজ্ঞতা নিয়েই বাবার ভিডিওটি নির্মাণের সাহস পেয়েছি।”

“এটা অন্য রকম একটা অনুভূতি বলে ঠিক বোঝানো যাবে না,” যোগ করেন কিশোরপুত্র।

Comments