ঢাকায় ট্রান্সফরমার বিস্ফোরণে ৬ মাদরাসা ছাত্র আহত
পুরনো ঢাকার বংশাল এলাকায় আজ সকালে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ছয় জন মাদরাসা ছাত্র আহত হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
ট্রান্সফরমার বিস্ফোরণে আহতরা মোহম্মদিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র। তাদের সবার বয়স ৭ থেকে ৯ বছরের ভেতর।
আহত শিশুদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, তাদের শরীরের ৫-১০ শতাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বংশালের আলুবাজারে মাদরাসা ভবনের তৃতীয় তলায় শিশুরা পড়ালেখা করার সময় পাশে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হলে শিশুরা দগ্ধ হয়।
Comments