রূপা ধর্ষণ-হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

​টাঙ্গাইলে চলন্ত বাসে রূপা খাতুনকে ধর্ষণের পর হত্যার মামলায় চারজন পরিবহন শ্রমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
rupa khatun
টাঙ্গাইলে ধর্ষণ-হত্যার শিকার রূপা খাতুন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে চলন্ত বাসে রূপা খাতুনকে ধর্ষণের পর হত্যার মামলায় চারজন পরিবহন শ্রমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আমাদের স্থানীয় প্রতিনিধি জানান, ওই বাসের সুপারভাইজার সফর ওরফে গেন্ডুকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার সাজা শুনিয়েছেন টাঙ্গাইলের আদালত।

গত বছর ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে আইনের ছাত্রী রূপাকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করে টাঙ্গাইলের মধুপুরে বন এলাকায় ফেলে দেওয়া হয়। পরদিন পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করে। সে দিনই মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

গণমাধ্যমে লাশ উদ্ধারের খবর দেখে রূপার পরিবার ২৮ আগস্ট মধুপুর থানায় গিয়ে ছবি দেখে রূপাকে সনাক্ত করে।

এর পর দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মধুপুর থেকে ওই বাসের পাঁচ জনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ ও হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে।

Comments