গেভোরা হোটেল: দুবাইয়ের মুকুটে নতুন পালক

রেকর্ড গড়ার ও রেকর্ড ভাঙ্গার এক অদম্য ইচ্ছায় দিনে দিনে আরো সমৃদ্ধ হয়ে উঠছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই নগরী। মধ্যপ্রাচ্যের এই সমৃদ্ধ শহরটি একের পর এক সৃষ্টি করে চলেছে বিশ্ব রেকর্ড। সেই ধারাবাহিকতায় এবার দুবাইয়ের মুকুটে যুক্ত হলো এক নতুন পালক।
দুবাইয়ে নতুন উদ্বোধন করা ৭৫ তলা গেভোরা হোটেল ভবনের উচ্চতা ৩৫৬ মিটার

রেকর্ড গড়ার ও রেকর্ড ভাঙ্গার এক অদম্য ইচ্ছায় দিনে দিনে আরো সমৃদ্ধ হয়ে উঠছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই নগরী। মধ্যপ্রাচ্যের এই সমৃদ্ধ শহরটি একের পর এক সৃষ্টি করে চলেছে বিশ্ব রেকর্ড। সেই ধারাবাহিকতায় এবার দুবাইয়ের মুকুটে যুক্ত হলো এক নতুন পালক।

গতকাল (১১ ফেব্রুয়ারি) এই নগরী থেকে ঘোষণা আসে অতিথিদের জন্যে প্রস্তুত ‘বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল’। এর মানে, দুবাইয়ের দিগন্তে দেখা যাচ্ছে আরো একটি সুউচ্চ অট্টালিকা।

নতুন ৭৫ তলা এই গেভোরা হোটেল ভবনটির উচ্চতা ৩৫৬ মিটার। এ ভবনটি নগরীর জে ডব্লু ম্যারিয়ট মারকুইস হোটেল থেকে মাত্র এক মিটার উঁচু। নতুন হোটেলটি তৈরির আগে ম্যারিয়ট মারকুইসই ছিলো বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল ভবন।

আমিরাতের দৈনিক দ্য ন্যাশনালের খবরে প্রকাশ, আজ (১২ ফেব্রুয়ারি) গেভোরা হোটেলটি অতিথিদের জন্যে খোলা থাকবে।

এর আগে, বিশ্বের সবচেয়ে উঁচু দালান ‘বুর্জ খলিফা’ তৈরি করে স্থাপত্যবিদ্যার ইতিহাসে নাম লেখায় দুবাই। প্রায় আধা মাইল বা ৮২৮ মিটার উচ্চতার এই ভবনটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু অট্টালিকা।

সংযুক্ত আরব আমিরাতের অর্ন্তভূক্ত নগর রাষ্ট্র দুবাইয়ের পরিকল্পনায় রয়েছে ২০২০ সালের মধ্যে প্রতিবছর দুই কোটি পর্যটককে আকৃষ্ট করার। সেই পরিকল্পনার অংশ হিসেবে সে বছরই বিশ্ব বাণিজ্য মেলা ‘এক্সপো ২০২০’ আয়োজন করতে যাচ্ছে এই নগরীটি।

মরুভূমি ও সাগরকে দুই পাশে রেখে দুবাই তৈরি করেছে নজরকাড়া শপিংমল, বিলাসবহুল রিসোর্ট এবং এমনকি, ইনডোর স্কি রিসোর্টও।

এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগস্থল হিসেবে দুবাই বিমানবন্দর গত চার বছর থেকে টানা বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে বিবেচিত হয়ে আসছে। ২০১৭ সালে আট কোটি ৮০ লাখের বেশি ভ্রমণকারী এই বিমানবন্দর ব্যবহার করেছেন।

Comments