লিটনের ব্যাটে ম্লান আশরাফুল-তাইবুরের লড়াই
মোহাম্মদ আশরাফুল আর তাইবুর রহমানের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল কলাবাগান ক্রীড়া চক্র। সেই রানকে অনেকটা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন লিটন দাস। তার ঝড়ো সেঞ্চুরিতে ৮ উইকেটে জিতেছে প্রাইম দোলশ্বর।
বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচেই এসেছে তিন সেঞ্চুরি। টস হেরে আগে ব্যাটিং পাওয়া কলাবাগান আশরাফুল আর তাইবুরের সেঞ্চুরিতে করেছিল ২৯০ রান। মাত্র ২ উইকেট হারিয়ে প্রায় পাঁচ ওভার আগে ওই রান তাড়া করে জিতে যায় দোলেশ্বর। দলকে জিতিয়ে ১২৩ বলে ১৪৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন লিটন।
২৯১ রানের লক্ষ্যে ওপেনিংয়ে দারুণ শুরু পায় দোলেশ্বর। ইমতিয়াজ হোসেন তান্নাকে নিয়ে তান্ডব শুরু করেন লিটন। ৪০ রান করে তান্না ফিরলেও থামেনি লিটন ঝড়। চারে নামা মার্শাল আইয়ুব ৯২ বলে খেলেন অপরাজিত ৯১ রানের ইনিংস। ১৪৩ রানের ইনিংসে লিটন মারেন ১৪ চার আর ৩ ছক্কা।
এর আগে ৪৭ রানে ৩ উইকেট হারানোর পর জুটি বাঁধেন আশরাফুল ও তাইবুর। জুটিতে বেশ মন্থর ছিলেন আশরাফুল। ১০৪ রান করে লাগিয়েছেন ১৩১ বল। কলাবাগানের র রানের চাকা এগিয়েছে মূলত তাইবুরের ব্যাটে। ৯ চার আর ৩ ছক্কায় ১০৯ বলে ১১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক মুক্তার আলি ১৬ বলে ৪০ রানের ক্যামি খেলে দলকে নিয়ে যান ২৯০ রানে। পরে ওই রান যে পর্যাপ্ত নয় বুঝিয়ে দেন লিটন-মার্শালরা।
Comments