বাপ্পা-ফাহমিদার ভালোবাসা
ভালোবাসা দিবসে আজ মুক্তি পাচ্ছে ফাহামিদা নবী ও বাপ্পা মজুমদারের নতুন গান ‘ভালোবাসা’। এর আগে দুজনের অনেকগুলো দ্বৈতগান শ্রোতাদের মুগ্ধ করেছে। সেই জায়গা থেকে তাঁদের এই নতুন গানটির বিষয়ে আশাবাদী দুজন।
নতুন ভালোবাসার গানটি লিখেছেন আলী আশরাফ এবং সুর-সংগীতায়োজন করেছেন বাপ্পা মুজমদার। অডিওর পাশাপাশি গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন রৌম্য খান। ফাহমিদা নবী এবং বাপ্পা মজুমদার জানিয়েছেন, ভালোবাসা দিবসের দিন থেকে ইউটিউবে এবং দেশের বিভিন্ন চ্যানেলে গানটি প্রচার করা হবে।
ফাহমিদা নবী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সময়ের সাথে গানের একটা পরিবর্তন থাকে। সেই পরিবর্তনের পথ ধরে চেষ্টা করেছি আধুনিক কিছু একটা করার। আমার আর বাপ্পার দ্বৈতগানগুলো এর আগেও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। নতুন গানটিও আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”
Comments