আনন্দধারা

আয় প্রেম, যায় প্রেম!

ভালোবাসা নিয়ে মাতামাতি- এ যেন মানুষের স্বভাবজাত বিষয়। মানুষ যখন, ভালো তো সে বাসবেই। আর ভালোবাসবে যখন, একটু-আধটু ছ্যাঁকা খাওয়া- সে পর্বটাও চলবে।
মডেল: ফারিয়া আফরিন, সৈয়দ আদনান; ছবি: শাহরিয়ার কবির হিমেল

ভালোবাসা নিয়ে মাতামাতি- এ যেন মানুষের স্বভাবজাত বিষয়। মানুষ যখন, ভালো তো সে বাসবেই। আর ভালোবাসবে যখন, একটু-আধটু ছ্যাঁকা খাওয়া- সে পর্বটাও চলবে। তবে এই পুরো প্রক্রিয়ায় মানুষকে দেখলে যেন ‘রক্তাক্ত প্রান্তর’-এর সেই কথাগুলোই মনে পড়ে যায়। ‘মরে গেলে মানুষ পচে যায়, আর বেঁচে থাকলে বদলায়। কারণে-অকারণে বদলায়’। ভালোবাসা শব্দটাও মানুষকে কত বদলে দেয় সেটা বুঝে নিতে সদ্য প্রেমী এবং সদ্য দেবদাস (ছ্যাঁকা খাওয়া পাত্র)- এ দু’জনকে দেখাটাই যথেষ্ট। সামনে ভালোবাসা দিবস। আপনি কোন পর্যায়ে আছেন? প্রেমে পড়েছেন, প্রেম চলছে, নাকি প্রেম সবেমাত্র ছুটে গেল? প্রেমে হাবুডুবু খাচ্ছেন, এমন কপোত-কপোতীরা না হয় আজ থাকুক। চলুন, দেখে নিই প্রেম সংক্রান্ত জটিলতায় ভুগে চলা বাকি দুই পক্ষকে। সদ্য প্রেমী ও সদ্য ছ্যাঁকা খাওয়া প্রেমী- কেমন হয় তাদের আচরণ আর দর্শন?

 

ভালোবাসা কী?

সদ্য প্রেমী : ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘটনা, স্বর্গ থেকে আসা অতীব আশ্চর্যজনক বস্তু। মনে হয়, ভালোবাসার মানুষটার দিকে কেবল তাকিয়েই থাকি!

ছ্যাঁকা খাওয়া প্রেমী : ভালোবাসা? সেইটা আবার কী? খায়, না মাথায় দেয়?

 

প্রেমিক-প্রেমিকা

সদ্য প্রেমী : ও পাশে থাকলে দুনিয়াটাই বদলে যায়। মনে হয় চারপাশে আলো আর আলো। দুনিয়ায় ওর মতো সুন্দর আর কেউ আছে নাকি?

ছ্যাঁকা খাওয়া প্রেমী : ফোন থেকে ডিলিট করেছি, ফেসবুক থেকে ডিলিট করেছি, মাথা থেকেও ডিলিট করেছি। যদি কেবল দুনিয়া থেকে ওরে ডিলিট করা যাইত...

 

আব্বা-আম্মা

সদ্য প্রেমী : বড়রা ছোটদের এসব আবেগ বোঝে না। বাধা তো আসবেই। জীবনে বাবা-মা আছেই ঝামেলা করার জন্য!

ছ্যাঁকা খাওয়া প্রেমী : আহারে! বাপ-মা ঠিক বলেছিল। প্রেম আবার কিছু হইল? সোজা করতে হবে বিয়ে। না থাকবে প্রেম, না থাকবে ছ্যাঁকা!

 

বিয়ে

সদ্য প্রেমী : ও কাল বললে কালকেই বিয়ে করে ফেলব!

ছ্যাঁকা খাওয়া প্রেমী : বিয়ে করব না। বনে চলে যাব। হিমুর মতো স্যান্ডেল ছাড়া বনের মধ্যে ঘুরে বেড়াব।

 

ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস

সদ্য প্রেমী : ফেসবুকে সবাইকে জানাতে হবে না যে, আমি প্রেম করছি? আর কতদিন সিঙ্গেল থাকব?

ছ্যাঁকা খাওয়া প্রেমী : ফেসবুক? রিলেশনশিপ স্ট্যাটাস? সব মিডিয়ার সৃষ্টি!

 

পছন্দ-অপছন্দ

সদ্য প্রেমী : ওর পছন্দই আমার পছন্দ...

ছ্যাঁকা খাওয়া প্রেমী : ওর অপছন্দ আমার পছন্দ...

 

পড়াশোনা

সদ্য প্রেমী : ধুর! পড়াশোনা তো সবসময়েই থাকবে। সবার আগে প্রেম...

ছ্যাঁকা খাওয়া প্রেমী : ধুর! পড়াশোনা করে কী হবে? জীবনটাই তো...

 

টাকা/গিফট

সদ্য প্রেমী : কী লাগবে বলো? আকাশের চাঁদ এনে দেব?

ছ্যাঁকা খাওয়া প্রেমী : ইশ! যদি আমার ১০ টাকা দিয়ে কেনা কলমটা ওর কাছ থেকে ফেরত আনতে পারতাম...

মডেল: ফারিয়া আফরিন, সৈয়দ আদনান; ছবি: শাহরিয়ার কবির হিমেল

সদ্য প্রেমীর চরিত্র বনাম ছ্যাঁকা খাওয়া প্রেমী

সদ্য এবং ছ্যাঁকা খাওয়া- মোট মিলিয়ে প্রেমীর চরিত্র কয়েক রকমের-

১. আঁচল ধরা প্রেমী

এই প্রেমীরা ভালোবাসার মানুষ ছাড়া কিছু বোঝে না। দিনের ২৪ ঘণ্টাও মনে হয় অনেক কম!

২. অন্ধ প্রেমী

প্রেমী চোখের সামনে সিগারেট খেয়ে যদি বলে সিগারেট না, আমি চকোলেট খাচ্ছিলাম, তাহলে এই প্রেমীরা সেটা বিশ্বাস করে নেয়!

৩. হিমু প্রেমী

ছ্যাঁকা খেয়ে এই প্রেমীরা হিমু হয়ে যায়। তাদের কাছে দিন থাকে না, রাত থাকে না। এবং অবশ্যই, ভালোবাসার মানুষও থাকে না।

৪. দেবদাস

মদ খেলেও যা, না খেলেও তা। দিনের চব্বিশ ঘণ্টা পুরনো প্রেমের ঘোরে ভুলভাল বকতে থাকে এই ছ্যাঁকা খাওয়া প্রেমীরা।

৫. কান্নাপটীয়সী

এই প্রেমীরা প্রেমে পড়লেও কাঁদবে, ছ্যাঁকা খেলেও কাঁদবে। আবেগ এরা রুখতে পারে না। চোখ দিয়ে সুযোগ পেলেই পানি টপ করে গড়িয়ে পড়ে!

৬. ড্যাম কেয়ার

প্রেমে পড়লেও যা, না পড়লেও তা। এই প্রেমীরা সবসময়েই একরকম। এমনকি একজন গেলে আরেকজনের সঙ্গে প্রেম করতে শুরু করাটাও এদের কাছে মিনিটের ব্যাপার!

Comments

The Daily Star  | English

Bribe taken at minister’s house now in DB custody

A representative of Zakir Hossain, state minister for primary education, has returned Tk 9.5 lakh allegedly taken in bribes from a man seeking to be a primary school teacher.

5h ago